২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজ করবার উপর সম্পূর্নরূপে নিষেধাজ্ঞা জারি হয়েছিল বলিউডে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)--এর তরফে জারি সেই প্রতিবন্ধকতা কি উঠে গেল? কারণ শুক্রবার সকলকে চমকে দিয়ে নিজেদের আসন্ন প্রোজেক্টের ঘোষণা সারল জি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের আসন্ন সিরিজ ‘ইয়ার জুলাহে’-র হাত ধরেই ফের একবার ভারতীয় দর্শকদের মন জিততে ফের স্বমহিমায় হাজির হচ্ছেন শাহরুখ খানের রইস কো-স্টার মাহিরা খান। এই জনপ্রিয় পাক অভিনেত্রীর দেখা মিলবে জি থিয়েটারের ১২ ভাগে বিভক্ত সিরিজের প্রথম এপিসোডে। আগামী ১৫ মে, দুুপুর ২টো এবং রাত ৮টায় সম্প্রচারিত হবে ‘ইয়ার জুলাহে’।
‘ইয়ার জুলাহে’র প্রথম এপিসোডে জনপ্রিয় লেখক আহমেদ নদিম ওয়াসমি-র ‘গুড়িয়া’ গল্পটি পাঠ করবেন মাহিরা। অভিন্ন হৃদয় দুই বন্ধু মেহর ও বানোর গল্প গুড়িয়া।
এই সিরিজে ভারত-পাকিস্তান দুই দেশের কিংবদন্তী সাহিত্যিকদের কাহিনি তুলে ধরা হবে। থাকবে, গুলজার, সাদাত হুসেন মান্টো, ইসমাত চুঘতাই, মুন্সী প্রেমচাঁদ, অমৃতা প্রীতম,বলবন্ত সিং-এর মতো কালজয়ী লেখকদের গল্প। মাহিরার পাশাপাশি এই সিরিজে গল্প পাঠ করবেন, ফাওয়াদ খান, সানিয়া সৈয়দ, ফয়জল কুরেশি,সামিয়া মুমতাজের মতো সীমান্ত পারের তারকারা।
পরিচালক শরমাদ খুসাত জানিয়েছেন, ‘দাস্তানগোই’ (Dastangoi) প্রথাকে সমসাময়িকভাবে তুলে ধরা হয়েছে এই সিরিজে। এই পারসিক প্রথার মাধ্যমে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে কাহিনি মঞ্চস্থ করা হত। এটি থিয়েটারের অতি প্রাচীন এক ঘরানা।
ভারতীয় প্ল্যাটফর্মে পাক শিল্পীদের এই অনুষ্ঠান প্রসঙ্গে, নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্র সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানি শিল্পীদের উপর ভারতে কাজ করা নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে কোনওদিনই কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাই এই নিয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই।
উল্লেখ্য, মাহিরাকে শেষবার ভারতীয় স্ক্রিনে দেখা গিয়েছে রইস ছবিতে, অন্যদিকে করণ জোহরের ইয়ে দিল হ্যায় মুশকিল ছবিতে শেষ দেখা গিয়েছে ফাওয়াদ খানকে। এই জুটির জনপ্রিয় শো ‘হামসফর’-ও জি নেটওয়ার্কেই সম্প্রচারিত হয়েছিল। জিন্দেগি চ্যানেলের এই শো-য়ের জেরেই ভারতে রাতারাতি স্টারের তকমা পেয়েছিলেন সীমান্ত পারের এই দুই তারকা।