বেশ কয়েক মাস ধরে ক্রিকেটার মোহাম্মদ সিরাজের সঙ্গে অভিনেত্রী মাহিরা শর্মার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল সর্বত্র। কিছুদিন আগে এই গুঞ্জনকে নস্যাৎ করে দিয়ে মাহিরা বলেছিলেন, ‘আমি কারোর সঙ্গে সম্পর্কে নেই।’ এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফের আরও একবার সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
২১ মার্চ মাহিরা তাঁর Instagram স্টোরিতে একটি পোস্ট করে লিখেছেন, ‘আমি কারোর সঙ্গে ডেট করছি না। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন। (নমস্কার ইমোজি)।’
আরও পড়ুন: একবার নয়, ২ হয়েছিল শ্যুটিং, কী হয়েছিল 'জো জিতা ওহি সিকান্দর'-এর ফ্লোরে?
আরও পড়ুন: ম্যাচের আগে হর্ষিতকে বাংলা শেখানোর চেষ্টা প্রীতির, বোলিং শিখতে গিয়ে ভাঙলেন কাচ!তারপর?
প্রসঙ্গত, ২০ মার্চ মাহিরা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন যেখানে ছবি শিকারীরা তাঁকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তাঁকে প্রিয় দল এবং প্রিয় খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে ভিডিয়ো ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
তবে শুধু মাহিরা নন, গতকাল ক্রিকেটার মোহাম্মদ সিরাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘আমি সমস্ত পাপারাৎজির অনুরোধ করছি, দয়া করে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করুন। এগুলি পুরোপুরি অসত্য এবং ভিত্তিহীন। আশা করি এবার এই সব কিছুর অবসান ঘটবে।’

প্রেম সম্পর্কে গুঞ্জন
বেশ কয়েক মাস ধরে মোহাম্মদ সিরাজ এবং মাহিরা শর্মার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। মাহিরা বিগ বস ১৩ প্রতিযোগী হওয়ার পর থেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গুঞ্জন তৈরি হয়েছিল তখন যখন মাহিরা এবং সিরাজ একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে শুরু করেছিলেন। কিন্তু এই প্রেমের গুঞ্জন বারবার নস্যাৎ করে দেন মাহিরা এবং সিরাজ দুজনেই।
প্রসঙ্গত, সিরাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মাহিরা বলেছিলেন, ‘কাউকে আমি আটকাতে পারবো না। সবাই যা খুশি বলে। আমার সহ অভিনেতাদের সঙ্গেও আমার নাম যুক্ত করে। আমি তো কাউকে থামাতে পারবো না। কিন্তু এসব গুজবকে আমি গুরুত্ব দিই না। আপনার যদি মনে হয় এগুলো করে ভালো লাগে তাহলে করুন, আমার কিছুই করার নেই।’
আরও পড়ুন: 'আমি ওঁকে সিনেমাটি একবার...', ‘টয়লেট’ বিতর্কে জয়াকে জবাব ছবির প্রযোজকের, কী বললেন?
আরও পড়ুন: প্রথমে চাননি আসতে, অবশেষে ‘খতরো কে খিলাড়ি’ কাঁপাতে আসছেন এই ‘বিগ বস’ প্রতিযোগী
উল্লেখ্য, বিগবসের মঞ্চে পারস ছাবড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন মাহিরা। কিছু সময় প্রেম করার পর ২০২৩ সালে আলাদা হয়ে যান তাঁরা।