এখনও বাংলাদেশে ধিকিধিকি জ্বলছে অশান্তির আগুন। কিছুদিন আগেই ভারতের পড়শি দেশ উত্তপ্ত হয়ে উঠেছিল ছাত্র আন্দোলনকে ঘিরে। জনরোষের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সেই দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গণভবন দখল করে সাধারণ মানুষ। তখনই সেদেশে ভেঙে ফেলা বঙ্গবন্ধু মুজিবর রহমানের একাধিক মূর্তি। এবার দেখা গেল তেমনই এক মূর্তির সংস্কার করছেন বাংলাদেশি শিল্পীরা। আর সেটার ছবি প্রকাশ্যে আনলেন জনপ্রিয় গায়ক মহীতোষ তালুকদার তাপস।
কী জানালেন মহীতোষ তালুকদার তাপস?
মহীতোষ তালুকদার তাপস এদিন দুটো ছবি পোস্ট করেন ফেসবুকের পাতায়। সেখানে দেখা যাচ্ছে একাধিক শিল্পীরা মিলে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তির সংস্কার করছেন। ভাঙা নাক ঠিক করছেন। তাঁরা সেই মূর্তিটিকে ঠিক করে ফের প্রতিস্থাপন করেছেন।
এই ছবি দুটো পোস্ট করে মহীতোষ তালুকদার তাঁর পোস্টে লেখেন, 'যে মানুষগুলো এই উদ্যোগ নিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, জানাই কৃতজ্ঞতা। গত কয়দিনে ভেঙে ফেলা ভাস্কর্যগুলো আবার দাঁড়িয়ে যাক বাংলার পথে প্রান্তরে। নিজেদের উদ্যোগে জয়নুল ভাস্কর্যের সংস্কারের দায়িত্ব তুলে নিলেন ময়মনসিংহের শিল্পীরা। শিল্পাচর্যের এই ভাঙা ভাস্কর্যটি সর্বস্তরের সংস্কৃতি অঙ্গনের একত্রিত হয়ে মেরামত করে।'
কারা এই কাজ করেছেন সেটাও প্রকাশ্যে এনেছেন তিনি। জানিয়েছেন হোসাইন ফারুক, ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মো. রাজন, চিত্রশিল্পী জয়ন্ত কুমার তালুকদার শিবু, চিত্রশিল্পী হাসান মাসুদ, চিত্রশিল্পী গৌতম কুমার দেবনাথ, চিত্রশিল্পী বিশ্বজিৎ কর্মকার তপু, কবি সমাজসেবক আলি ইউসুফ, এশিয়ান মিউজিক মিউজিয়ামের পরিচালক রেজাউল করিম আসলাম, গোকুল চন্দ্র বসাক পাপন, মোঃ মঈনউদ্দিন ঝুনু, আবৃত্তি শিল্পী সূর্য খান, সুনন্দিতা বিশ্বাস, চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, নাহরীন আহমেদ নক্ষত্র, জয়িতা অর্পা, জওয়াতা আফনান, সিরাজান মুনীরা নিমফিয়া, অর্ঘ্য দাস অঙ্কুর, প্রিয় রঞ্জন দাস, শিশুশিল্পী অনিরুদ্ধ, জারিদ, অনুস্মিতার মতো শিল্পীরা এই সংস্কারের কাজ করেছেন।
কে কী বলছেন?
অনেকেই গান পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'শ্রদ্ধাবান মানুষের প্রতি যত্নবান হয়েছেন প্রকৃত শিক্ষিত মানুষ, সুন্দর জীবন বোধ থেকে। ঈশ্বর মঙ্গল করুন আপনাদের, সব দুর্যোগ কেটে যাক, শান্তি আসুক প্রতিবেশী দেশে।' আরেকজন লেখেন, 'বঙ্গবন্ধুর মূর্তির পুনর্স্থাপন সারা বিশ্বের বাঙালি চায়, যাঁরা তাঁকে ভালোবাসেন পৃথিবীর যে কোন কোণায় বসে ধর্ম নির্বিশেষে তাঁরা ঘরে ঘরে স্হাপন করতে পারেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এই শিল্পীদের প্রতি রইল শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।'