‘ম্যায় হুঁ না’ ছবিতে শাহরুখ খানের ভাই সেই 'লক্ষ্মণ প্রসাদ' ওরফে 'লাকি' কে মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেতা জায়েদ খানের চরিত্রটির কথাই বলছিলাম। যাঁর আরও এক পরিচয় হৃত্বিক রোশনের শ্যালক হিসাবে। যদিও সুজান খানের সঙ্গে হৃত্বিকের বিবাহ-বিচ্ছেদের পরে সেই সম্পর্ক এখন 'প্রাক্তন' শ্যালকে গিয়ে ঠেকেছে, যদিও বন্ধুত্ব রয়েছে আগের মতোই। সে যাই হোক, বহু বছর কেটে গিয়েছে অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন জায়েদ। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৫ সালে। ‘শরাফত গ্যায়ি তেল লেনে’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন জায়েদ। তারপর আর তাঁকে দেখা যায়নি। পরে ২০১৭ সালে একটি টিভি শোয়ে অভিনয় করেছিলেন।
তবে জায়েদ এবার পর্দায় ফিরছেন। খুব শীঘ্রই বাবা সঞ্জয় খানের সঙ্গে একটি ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন জায়েদ। যদিও জায়েদের অভিনয় জীবনের শুরুটাও হয়েছিল তাঁর বাবার হাত ধরেই। ১৯৯০ সালে সঞ্জয় খানের পরিচালনায় ‘দ্য সোর্ড অফ টিপু সুলতান’-এ শিশুশিল্পী হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। সে যাই হোক দীর্ঘ ৫ বছর পর ফের পর্দায় ফেরার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন জায়েদ খান।
সম্প্রতি বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ বলেন, ‘আজ থেকে দেড় বছর আগে নিজের জীবনে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম আমিও তারকা। তাই নিজের যত্ন নেওয়া ছেড়েই দিয়েছিলাম।’
দীর্ঘদিন কাজ না পাওয়া প্রসঙ্গে জায়েদ বলেন, ‘আমি আমার বন্ধু অসীম আমায় দেখে একদিন প্রশ্ন করল, দেখতে শুনতে তো মন্দ নয়, কিন্তু কাজ কেন পাচ্ছো না? আমি ওকে বলতে পারিনি যে আমি শুধু স্টুডিওগুলিতে ঘুরেছি, সকলের সঙ্গে ভালো ব্যবহার করেছি, কিন্তু কোনওটাই কাজে আসেনি।’ জায়েদের কথায়, আমার সেই বন্ধু অসীমই একটি ছবির প্রস্তাব দেন। যাতে আমি বেশ অবাকই হই। ভাবতাম, আমায় বুঝি বেগুনের মতো দেখতে।'
জায়েদ জানান, তিনি আর তাঁর বন্ধু অসীম মিলেই একটি ছবির চিত্রনাট্য লিখছেন, যেটা 0TT-তে মুক্তি দেওয়ার কথা ভাবছেন তাঁরা।