সারেগামা পাতে অংশ নিয়েছিলেন তিনি। আর এই রিয়েলিটি শো এবং তাঁর গানের গলাই তাঁকে এপার বাংলা, ওপার বাংলা দুই জায়গাতেই খ্যাতি এনে দেয়। পরিচিতি বাড়ায়। কিন্তু মইনুল আহসান নোবেল সেই খ্যাতি ধরে রাখতে পারেননি। নিজের কাজের জন্যই হারিয়েছেন। এবার রিহ্যাব থেকে বেরিয়েই জানালেন তিনি নিজেকে একেবারে পাল্টে ফেলবেন। শুধরে যাওয়ার প্রমিজ করেন।
আরও পড়ুন: হঠাৎ বাংলায় গালাগালি করছেন বিদ্যা! নতুন ভুলভুলাইয়ার খোঁজে মঞ্জুলিকা, সামলাতে পারবেন কার্তিক?
কী জানালেন নোবেল?
এদিন আরটিভি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের ভুল স্বীকার করেন মইনুল আহসান নোবেল। জানান, তাঁর যে অবস্থা হয়েছিল সেটার জন্য তিনি কাউকেই দায়ী করতে চান না। এমনকি নিজের ইচ্ছেতেই রিহ্যাব গিয়েছিলেন বলে জানান।
নোবেলের কথায়, 'অনেক ভুল করেছি। কাউকে এখন দোষারোপ করার কিছু নেই। সব কিছুর জন্য আমিই দায়ী। অনেকের সঙ্গেই আমার দূরত্ব এবং ভুল বোঝাবুঝি হয়েছে। মানুষের আমার কাছে যা প্রত্যাশা ছিল সেটা আমি পূরণ করতে পারিনি।' একই সঙ্গে এদিন নোবেল জানান তিনি যে ধরনের উদ্ভট কথাবার্তা বলতেন সেগুলোও বন্ধ করবেন। নিজেকে শুধরে নেবেন।
অতিরিক্ত মাদক আসক্তির জন্যই রিহ্যাব যেতে হয়েছিল নোবেলকে। শুধু তাই নয়, এই আসক্তির জন্যই তাঁকে অনেক কঠিন সময় পেরোতে হয়েছে বলেও তিনি জানান। যদিও নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল অনেকটাই চেষ্টা করেছিলেন গায়ককে নেশার জগৎ থেকে বের করে আনতে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। পরবর্তীতে তিনি নোবেলের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ করেন। এমনকি ফারজান আরশি নামক এক বিবাহিত মহিলাকেও নাকি গায়ক নেশার ঘোরে ঘরে এনেছিলেন। এই সমস্ত ঘটনার পর ২০২৩ সালের নভেম্বর মাসে মইনুল আহসান নোবেলকে রিহ্যাবে পাঠানো হয়।
আরও পড়ুন: কার্তিক আরিয়ানের অনুপ্রেরণাতেই প্যারালিম্পিক্সে সোনা জয় নভদীপের! কী জানালেন অ্যাথলিট?
প্রসঙ্গত এর আগে নোবেল একাধিকবার মদ্যপ অবস্থায় স্টেজে উঠেছেন বলেও অভিযোগ উঠেছিল। এবার এটাই দেখার পালা যে তিনি কথা এদিন দিলেন নিজেকে শুধরে ফেলার সেটা কতটা পূরণ করতে পারেন।