হেমা কমিটি-র রিপোর্ট আসার পর মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে গিয়েছে। বহুদিন ধরেই দক্ষিণের এই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু কর্মীকেই যৌন হেনস্থা নিয়ে সরব দেখা গিয়েছে। আর তারপর বিচারপতি হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর সেই আগুনে এখন ঘৃতাহুতি পড়েছে। এবার ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক মেকআপ শিল্পী শিবপ্রিয়া মনীষা। তাঁর অভিযোগ, ‘কেন আমাদের ইন্ডাস্ট্রিতে যৌনকর্মীর মতো করে দেখা হবে?’
দীর্ঘ ১৫ বছর মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পর বর্তমানে শিবপ্রিয়া মনীষা এখন ব্রাইডাল মেকআপ (কনে সাজানো) শিল্পী হিসাবে কাজ করেন। ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষুব্ধ মেকআপ শিল্পীর কথায়, ‘আমার কাছে এই মুহূর্তে সিনেমার কাজ কমই রয়েছে। আমি এই ব্রাইডাল মেক-আপের সঙ্গে যুক্ত অন্তত এক্ষেত্রে আমাকে কেউ তাঁদের সঙ্গে শুতে বলবেন না। '
রূপটান শিল্পী শিবপ্রিয়া মনীষা কেরালার ছোট্ট গ্রাম থেকে উঠে এসে শিল্পের সঙ্গে যুক্ত হন। শুরুতে তিনি হেয়ারস্টাইলিস্ট হিসাবে কাজ শুরু করার পাঁচ বছর পরে ২০১৪ সালে প্রথম হেমস্থার সম্মুখীন হন। মণীষার বিস্ফেরক অভিযোগ, 'এক সিনিয়ার মেকআপ ম্যান আমায় বলেছিলেন, স্নান করে তাঁর ঘরে যেতে। আমি এক পুরুষ সহকারীর সঙ্গে তাঁর ঘরে গিয়েছিলাম। এরপরই বেজায় বিরক্ত সেই ব্যক্তি পরদিনই আমায় হেনস্থা করা শুরু করেন। আমাকে কাজের পর বাড়ি যাওয়ার জন্য পরিবহনের গাড়ি দেওয়া বন্ধ করে দেওয়া হয়।'
প্রসঙ্গত যে বিষয়টি নিয়ে বহুদিন ধরেই মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাপানউতোর ছিল, সেটিই জাস্টিস কে হেমা কমিটির রিপোর্ট প্রকাশের পর প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে এই মুহূর্তে মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় বয়ে যাচ্ছে। অভিনেতা সিদ্দিক, অ্যাসোসিয়েশন অফ মালায়লাম মুভি আর্টিস্টস (AMAMA) সাধারণ সম্পদক পদ থেকে পদত্যাগ করেছেন। সিদ্দিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ইন্ডাস্ট্রির এক মহিলা কর্মী। এমনকি অভিনেতা শ্রীলেখা মিত্র পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ আনার পর কেরালা ফিল্ম অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে সরে গিয়েছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ পদ ছেড়েছেন অভিনেতা মুকেশ। এখানেই শেষ নয়, অ্যাসোসিয়েশন অফ মালায়ালম মুভি আর্টিস্টস (এএমএমএ)-র সভাপতির পদ ত্যাগ করলেন মোহনলাল৷ তবে তিনি একা নন, তাঁর সঙ্গে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগপত্র করেছেন। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কিমিটির সমিতির ১৭ জন-সদস্যের কার্যনির্বাহী কমিটি পদ থেকে পদত্যাগ করেছেন।