Malaika mother birthday bash: মালাইকার মা জয়েস আরোরা ৭০ বছরে পা রেখেছেন। সেই উপলক্ষে ধুমধাম করে মায়ের জন্মদিন পার্টির আয়োজন করেছেন মালাইকা-অমৃতা। পার্টিতেই হাজির ছিলেন মালাইকার প্রেমিক অর্জুন কাপুরও। দেখুন ছবি-
1/5মায়ের জন্মদিন বলে কথা। ধুমধাম করে জন্মদিন পালন করলেন মালাইকা, অমৃতা আরোরারা। তেতলা কেক, রুফটপে বিরাট আয়োজনে মায়ের ৭০ বছরের জন্মদিনের ব্যবস্থা করেছে দুই মেয়ে। এই পার্টিতে যোগ দিয়েছেন অভিনেতা তথা মালাইকের প্রেমিক অর্জুন কাপুরও। একটি ছবিতে স্পট করা গিয়েছেন অর্জুনকে।
2/5এ দিন মালাইকার মা জয়েস আরোরা ৭০ বছরে পা রেখেছেন। কালো শাড়ি পরে পার্টিতে দেখা মিলেছে তাঁর। মালাইকার পরনে ছিল সাদা রঙের ঝলমলে অউটফিট। অন্যদিকে অমৃতা পরেছিলেন রঙিন আউটফিট।
3/5কেকে, বেলুন, ফেস্টুন, রঙিন আলো এবং এলাহি আয়োজনে মালাইকার মায়ের জন্মদিন পার্টি সেজে উঠেছিল। পার্টিতে হাজির ছিল আরোরা পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়রা।
4/5পার্টির থিমে মালাইকার মায়ের নাম জয়ের আরোরা বড় বড় হরফে হাইলাইট করে লেখা। এমনকি ডিনার টেবিলেও ন্যাপকিনের উপর ‘জয়েস আরোরার ৭০ বছর’ হিসেবে লেখা রয়েছে।
5/5মালাইকার মায়ের জন্মদিনে অন্যতম আকর্ষণ ছিলেন অভিনেতা অর্জুন কাপুর। এই পার্টিতে দেখে বোঝা যাচ্ছে, নিঃসন্দেহে মালাইকার পরিবারের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন তিনি। দুজনের অসমবয়সী সম্পর্কও মেয়ে নিয়েছে তাঁদের পরিবার। ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা।