তারকাদের ব্যক্তিগত জীবনে উঁকি মারতে কেই না ভালোবাসে। আর সেই তারকা যদি মালাইকা আরোরা হয় তাহলে তো কথাই নেই! আসছে মালাইকা সিস্টার্সদের নিয়ে নতুন ওয়েব শো আরোরা সিস্টার্স। সেখানে ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন, সবটা জানতে পারবেন দর্শকরা।
আপাতত ওটিটি-র জনপ্রিয় শো ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড’। সীমা সাজদেহ (সোহেল খানের প্রাক্তন স্ত্রী), মাহিপ কাপুর (সঞ্জয় কাপুরের স্ত্রী), ভাবনা পাণ্ডে (চাঙ্কি পাণ্ডের স্ত্রী) এবং নীলম কোঠারি (সমীর সোনির স্ত্রী)কে নিয়ে এসেছেন করণ জোহর নেটফ্লিক্সে। দিনকয়েক আগেই এসেছে দ্বিতীয় সিজন। যা বেশ হিট। ‘আরোরা সিস্টার্স’-এ থাকবেন মালাইকা আর অমৃতা। অতীত থেকে বর্তমানের রোজনামচা, প্রেম সম্পর্ক, ঘোরার প্ল্যান-- থাকবে সবটা। এমনকী মালাইকা আর অমৃতার সঙ্গে যোগ দিতে পারেন তাঁদের গার্ল গ্যাংয়ের অন্য দুই সদস্য করিনা ও করিশ্মা কাপুরও। আরও পড়ুন: মদের নেশায় হাল খারাপ করিনা-সোনম-হৃতিকদের, দেখুন বলি-তারকাদের অপ্রকৃতস্থ সেই ছবি
মালাইকা আরোরা একবার এই গার্ল গ্যাং নিয়ে বলেছিলেন, ‘ওরা প্রত্যেকে খুব স্বাধীনচেতা, স্ট্রং মহিলা। আমাদের মধ্যে সম্পর্ক এতটা ভালো কারণ আমাদের বড় হওয়াটা অনেকটা এক, কারণ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ভাগ আমাদের মায়েরা। আজকে আমরা যা সেটার পিছনে হাত আছে ওঁদেরই। আমার হাতে যদি ক্ষমতা আসে, তাহলে আমি আমাদের চারজনকে একটা শো গিফট করব।’ আরও পড়ুন: হেরে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’, ২০২২-এর সবচেয়ে বেশি উপার্জিত ছবি এখন ‘ব্রহ্মাস্ত্র’
বলিউডে অমৃতা কাজ করেছেন হাতে গোনা। সেই হিসেবে মালাইকা অনেক বেশি সফল। বেশ কিছু সিনেমায় করেছেন আইটেম ডান্স। আপাতত রিয়েলিটি শো-র চেনা মুখ তিনি। সঙ্গে আরবাজ খানের সঙ্গে ডিভোর্স হওয়া ও অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেও থাকেন চর্চায়।