গত বেশ কয়েক বছর ধরে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার ঘনিষ্ঠতার কথা বারবার ছিনিয়েছে খবরের শিরোনাম। দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলেই তা নিমেষে ভাইরাল হয়ে যেত। কিন্তু পাঁচ বছরের এই সম্পর্ক আচমকাই শেষ হয়ে যায় গত বছরের একেবারে শেষের দিকে।শুধু তাই নয়, বাবার মৃত্যুতেও এই বছরে বড্ড একা হয়ে যান অভিনেত্রী। নতুন বছর তাই সঙ্গীবিহীন ভাবেই উদযাপন করেন মালাইকা।
নতুন বছরে মালাইকা একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে মালাইকাকে দেখা যায় একটি বাথরুমের পোশাক পরে থাকতে। একটি বোতলে তরল পান করতে করতে তিনি আপন মনে নেচে বেড়ান গোটা ঘরে। যেন মনে হয় নিজের সঙ্গ উপভোগ করছেন তিনি।২০২৪ সালের সব নেতিবাচকতাকে সরিয়ে রেখে এইভাবেই তিনি নতুন বছরে পা দিলেন, একলা।
আরও পড়ুন: ৯১-এও এসে তওবা তওবা গাওয়ার পাশাপাশি নাচলেন আশা! মুগ্ধ ভিকি লিখলেন....
আরও পড়ুন: অদ্ভুত কায়দায় নববর্ষের শুভেচ্ছা জানালেন শিল্পা-রাজ! কী ঘটালেন বর্ষবরণের রাতে?
ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, বৃশ্চিক মুড ২০২৫। অন্তহীন, সুখী, অর্থ উপার্জন, ফোকাসড, পজিটিভ গ্লোয়িং.. গ্লোয়িং। হ্যাঁ এই ভাবেই নতুন বছরে শুধুমাত্র নিজেকে ভালোবেসেই এগিয়ে যেতে চান মালাইকা। আর কারোর ভালবাসায় আটকে থাকতে চান না তিনি।
২০২৪ শেষ হওয়ার কিছু সময় আগেও এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন মালাইকা। তিনি বলেছিলেন, জীবনে সব রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান কিন্তু শুধুমাত্র নিজের জন্য। নিজেকে আরও বেশি উন্নত করে তোলার জন্য এবার তিনি পরিশ্রম করতে চান। মানসিকভাবে, শারীরিকভাবে শক্ত হতে চান তিনি। কেউ যেন তাঁকে আঘাত না করতে পারে, ঠিক এমনভাবেই নিজেকে তৈরি করতে চান মালাইকা।
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে অর্জুন কাপুরের ভাইরাল ‘আই অ্যাম সিঙ্গল’ বিবৃতির পর মালাইকা বলেছিলেন, আমি ভীষণ ব্যক্তিগত একজন ব্যক্তি। আমি আমার জীবন নিয়ে বিশদে কথা বলতে চাই না। আমি কখনওই কোনও পাবলিক প্ল্যাটফর্ম বেছে নেব না নিজের ব্যক্তিগত কথা শেয়ার করার জন্য। তবে এটুকুই বলতে পারি, নানা কারণে বছরটা ভীষণ কঠিন ছিল। আমি মনে করি, এই বছরে যা ঘটেছে তা ভুলে এগিয়ে যাওয়ার সময় এসেছে। নতুন বছর নতুন ভাবে শুরু করব আমি।
আরও পড়ুন: মেয়েকে কোলে নিয়ে New Year-এর ভিডিয়ো দিলেন কাঞ্চন-শ্রীময়ী, অবশেষে কৃষভির দেখা মিলল?
আরও পড়ুন: দিতিপ্রিয়ার নায়ক বদল! জি বাংলার ‘তোমাকে ভালোবেসে’ থেকে কেন সরলেন রাহুল?
১৯৯৭ সালে আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। ২০১৭ সালে সেই বিয়ে ভেঙে যায়। আরবাজ এবং মালাইকার বিয়ে ভেঙে যাওয়ার পেছনে দায়ী করা হয়, মালাইকার অর্জুন কাপুরের সঙ্গে থাকা সম্পর্ককে। কিন্তু দুর্ভাগ্যবশত অর্জুনের সঙ্গে মালাইকার সমস্ত সম্পর্কও শেষ হয়ে যায় গতবছর।