তিনি বলিউডের চিরন্তন ‘মুন্নী’। নাম 'বদনাম' হওয়ার ভয় কোনওদিনই তাঁর নেই। তাই তো ব্যক্তিগত জীবনের বিতর্ক তাঁকে ভাবায় না। কথা হচ্ছে মালাইকা আরোরার। ৫২ বছর বয়সী এই ফিট নায়িকা ফের একবার আইটেম গানে ফাটাফাটি নেচে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়ালেন।
থাম্মার মিউজিক অ্যালবামের সর্বশেষ গান পয়জন বেবি সামনে এসেছে। আর সেই গানে মালাইকা অরোরার ঠুমকায় কুপোকাত সকলে। একটি ক্লাবের প্রেক্ষাপটে সাজানো এই ডান্স, মালাইকার শরীরী মোচড়ের সামনে রুশ্মিকা মান্দানা হালে পানি পাননি। জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমারের গাওয়া ‘পয়জন বেবি’ এখন সুপার ভাইরাল।
পয়জন বেবি গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। আয়ুষ্মান খুরানার চরিত্রটি রশ্মিকা মন্দানার সঙ্গে নাইট ক্লাবে প্রবেশ করে, আর সেইখানেই রাতপার্টির ‘জান’ মালাইকা।
পরবর্তীতে রশ্মিকাকে মালাইকার সাথে ডান্স ফ্লোরে যোগ দিতে দেখা যায়। তবে ত্রিশের কোঠার রশ্মিকা পুরোপুরি ফিকে মালাইকার সামনে। গানটির প্রতিক্রিয়ায় এক ভক্ত মন্তব্য করেছেন, ‘রশ্মিকা এবং মালাইকা অরোরার নাচ ফাটাফাটি, তবে মালাইকা এগিয়ে রয়েছেন’। অনেকে ভিডিওতে পরিচালক অমর কৌশিকের ক্যামিও দেখে লেখেন, ‘আমি অমর কৌশিককে দেখতে পাচ্ছি! ছবিতেও ভেদিয়াকে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না!’
আদিত্য সরপোদ্দার দ্বারা পরিচালিত থাম্মা স্ত্রী (২০১৮), ভেডিয়া (২০২২), মুঞ্জিয়া এবং স্ত্রী ২ (২০২৪) এর পরে ম্যাডকের হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম কিস্তি। আয়ুষ্মান খুরানা একজন সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছিলেন যিনি হঠাৎ ভ্যাম্পায়ার হয়ে যান। এরপর সেই ভ্যাম্পায়ার রূপী আয়ুষ্মান রশ্মিকা মন্দন্নার প্রেমে পড়েন, তবে শীঘ্রই তাদের রোম্যান্স চ্যালেঞ্জের মুখোমুখি হয়। রশ্মিকা ও মানবতাকে বাঁচাতে তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকির মুখোমুখি হয়। দীনেশ ভিজান এবং অমর কৌশিক প্রযোজিত এই ছবি ২১শে অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে।