মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন মালাইকা আরোরা আর অর্জুন কাপুর। যদিও একসাথে কোনও ছবি দেননি সোশ্যাল মিডিয়ায়, তবে একার ছবি জমিয়ে শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। বেশ অনেকদিন পর ঘুরতে গেলেন এই তারকা জুটি একসাথে।
বৃহস্পতিবার একটি মনোক্রোম সেলফি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে অর্জুন সবার কাছে জানতে চান, ‘বল তো কোথায় আছি?’ কিছুক্ষণ পর অবশ্য নিজেই দিয়ে দেন সেটার জবাব। মলদ্বীপের ফারি আইল্যান্ডের পাটিনা হোটেলকে ট্যাগ করে দেন লোকেশনে।
এরপর অর্জুন আর মালাইকা নিজেদের, রিসর্টের, সমুদ্র ও সি-বিচের ছবি শেয়ার করতে থাকেন নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে। আর একদম শেষে একটু রহস্য করেই একসাথে থাকার কথা শেষমেশ জানিয়ে দেন ‘গুণ্ডে’ অভিনেতা। সুইমিং পুলের দিকে মুখ করে ছায়ায় বসে তোলা নিজের একটা ছবি দেন এবার। আর ক্যাপশনে লেখেন, ‘যখন সে দেখে ফেলে তুমি ঘুরতে এসেও ইনস্টাগ্রাম স্ক্রল করছ’। বোঝাই যাচ্ছে, অর্জুনের েই ছবি তুলে দিয়েছেন মালাইকাই।

বৃহস্পতিবার গোটা দিনে নিজের নানান আউটফিটের ছবি দিয়েছেন মালাইকা। প্রথমে প্রিন্টেড সাদা টপে একটি ছবি দেন মাল্লা। যেখানে নারকেল গাছের ফাঁক দিয়ে চোখে পড়ছে সমুদ্রের নীল জল। এরপর তাঁকে দেখা যায় জিমের পোশাকে। ঘুরতে গিয়েও শরীরচর্চার রুটিনে কোনও ফাঁকি দেননি! এরপর প্রিন্টেড কালো-হলুদ বিকিনিতে রোদ পোহানোর ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।

কিছুদিন আগেই ‘সুপারমডেল অফ দ্য ইয়ার’র হোস্ট হিসেবে দেখা মিলেছে তাঁর। সেখানে মিলিন্দ সোমনের সাথে কথা প্রসঙ্গে মালাইকা জানান, দাড়ি-গোঁফ ছাড়া ছেলে একেবারেই ভালো লাগে না তাঁর। সাথে এটাও জানান তাঁর এমন ছেলে পছন্দ যে খুব ভালো চুমু খেতে পারে।