বাংলা নিউজ > বায়োস্কোপ > ছেলেকে বিমানবন্দরে ড্রপ করতে মালাইকা-আরবাজ, ‘সহ-অভিভাবকত্ব’এর প্রশংসায় অনুরাগীরা

ছেলেকে বিমানবন্দরে ড্রপ করতে মালাইকা-আরবাজ, ‘সহ-অভিভাবকত্ব’এর প্রশংসায় অনুরাগীরা

বিমানবন্দরে আরবাজ-মালাইকা

ছেলে আরহানকে মুম্বই বিমানবন্দরে ড্রপ করতে গিয়েছিলেন মালাইকা-আরবাজ। সেখানে অল্প কথোপকথন করতে দেখা যায় প্রাক্তন এই দম্পতিকে।

রবিবার মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় প্রাক্তন দম্পতি মালাইকা আরোরা এবং আরবাজ খানকে। ছেলে আরহানকে ড্রপ করতে বিমানবন্দরে গিয়েছিলেন তাঁরা। বছর ১৯-এর আরহান বিদেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে পড়াশোনার জন্য ভর্তি হয়েছেন। 

এ দিন মালাইকাকে ধূসর রঙের জ্যাকেট এবং টাইট প্যান্ট পরে দেখা মেলে। পায়ে স্পোর্টস শ্য়ু এবং মাথায় খোপা বেঁধে খুব ক্যাজুয়াল লুকে ধরা দেন নায়িকা। ডেনিম জিনসের সঙ্গে সাদা টি-শার্ট পরেছিলেন আরবাজ। করোনা সতর্কতায় দু'জনের মুখেই ছিল মাস্ক। আরহানের পরনে সবুজ ট্র্যাক স্যুট। হাতে জ্য়াকেট ছিল তাঁর একটি। 

মালাইকাকে আলিঙ্গন করে দেখা যায় আরহানকে। তাকে দেখতে আসা অন্যদেরও শুভেচ্ছা জানান তিনি। মালাইকাকে প্রাক্তন স্বামী আরবাজের সঙ্গে সামান্য কথোপকথনও করতে দেখা যায় এ দিন। ইনস্টাগ্রামে এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। নেটিজেনরা আরবাজ এবং মালাইকার ভিডিয়ো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

আরবাজ এবং মালাইকার ভিডিয়ো দেখে নেটিজেনের মন্তব্য, ‘বাবা-মা হিসেবে ছেলের জন্য যেভাবে তাঁরা দায়িত্ব পালন করছে তা ভালোবাসি’। কারও মন্তব্য, ‘সহ-অভিভাবকত্ব’ সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘দেখে ভালো লাগছে, তারা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ’।

১৯ বছর বৈবাহিক সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। আরবাজ ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ডেটিং করছেন। তবে ছেলে আরহানের দায়িত্ব মা-বাবা দু'জনেই সামলান।

 

 

বন্ধ করুন