শনিবার কানাডার পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁ মুম্বইতে পারফর্ম করলেন। সেই কনসার্টে এপি-র পাশাপাশি নজর কাড়লেন তাঁর ‘ছেলেবেলার ক্রাশ’ মালাইকা অরোরা। এপি ধিলোঁ-র কনসার্টের জন্য কোনও ডিজাইনার পোশাক নয়, একদম সাশ্রয়ী মূল্যের একটি মিনি কালো পোশাকে ধরা দিয়েছেন সেক্সবম্ব মালাইকা। আরও পড়ুন-মালতির ছোট্ট হাতে এত্ত বড় নখ! বিয়ের ৬ বছর পূর্তি, কী করলেন নিক-প্রিয়াঙ্কা?
এপি ধিলনের কনসার্টে মালাইকা
খোলা চুল, নামমাত্র মেকআপ আর সেক্সি মিনি ড্রেসে এদিন চিত্তাকর্ষক ৫২ বছরের মালাইকা। মালাইকার মসৃণ স্লিভলেস মিনি ড্রেসটি উরুর মাঝামাঝি শেষ হয়েছে। পোশাকের গভীর নেকলাইন ড্রেসটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এইচ অ্যান্ড এম এর ওয়েবসাইটে এই পোশাকের দাম মাত্র ১৯৯৯ টাকা।
দেখে নিন তাঁর লুক:
সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে ব্রেকআপ নিয়ে চর্চায় থেকেছেন মালাইকা। দীর্ঘদিন ধরেই দুজনের প্রেম ভাঙার জল্পনা শোনা যাচ্ছিল। মাস কয়েক আগে অর্জুন জোর গলায় জানিয়ে দেন তিনি সিঙ্গল। ১৮ বছরের দাম্পত্য ভাঙার পর অর্জুনের সঙ্গে ৫ বছরের প্রেম সম্পর্কও টেকেনি মালাইকার। তাই আজকাল সেলফ-লাভে মজে অভিনেত্রী।
৫০-এর কোঠা দু-বছর আগেই পার করেছেন মালাইকা। কিন্তু মাল্লার ফিগার দেখে কেউ বলবে! ৫২ বছরেরও মালাইকা দিব্যি ঝরঝরে। কখনও অনায়াসে শীর্ষাসন করছেন, কখনও জিমে ওয়ার্কআউট করছেন। জিম আর যোগাই মালাইকার ফিটনেসের রহস্য। পাশাপাশি নিজের খাওয়া-দাওয়ার উপর বিশেষ নজর রাখেন মালাইকা। আপেল-বিটের রস দিয়ে জুস, অ্যাভোকাডো চোস্ট, ডিম, প্রচুর পরিমাণে সবুজ সবজি, খিচুড়ি, ভিটামিন সি-তে ভরপুর চেরি, ব্লু-বেরি এগুলো থাকে মালাইকার প্রতিদিনের খাদ্য তালিকায়। সেইসব খেয়েই যৌবন ধরে রেখেছেন মালাইকা। তাঁকে দেখে বলা দায়, তাঁর ছেলের বয়স এখন ২৩ বছর।
এপি ধিলোঁ এদিন স্পষ্ট বলেন, মালাইকা তাঁর ছেলেবেলার ক্রাশ। যা শুনে রীতিমতো লজ্জায় লাল বলিউডের মুন্নী। কম দামের পোশাকে কনসার্টে পৌঁছালেও মালাইকার হাতের বোটেগা ভেনেটার মেরুন ভ্যানিটি ব্যাগের দাম কিন্তু আকাশছোঁয়া।
আরও পড়ুন-মালাইকাও কি অর্জুনের মতো বর্তমানে 'সিঙ্গল'? ইঙ্গিতবহ পোস্টে লিখলেন...
ওই ছোট্ট ব্যাগের দাম প্রায় ২৬০০ ডলার অর্থাৎ ২ লাখ ২০ হাজার টাকা। কিছুদিন আগে নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মালাইকা। সেই পোস্টে দেখা যাচ্ছে লেখা আছে 'আমার বর্তমান স্ট্যাটাস।' সঙ্গে তিনটি অপশন। একটিতে রিলেশনশিপে আছি, দ্বিতীয়তে সিঙ্গল আর তৃতীয়তে ‘হেহে’ লেখা। আর সেটাতেই টিক দেওয়া। অর্থাৎ মালাইকা কি ফের নতুন প্রেমে পড়েছেন? সেই জল্পনা জিইয়ে রেখেছেন অভিনেত্রী।