অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে, নতুন কোনো খবরে রয়েছেন মালাইকা আরোরা খান। ৫১-র এই সুন্দরী বলিডিভা বরাবরই নেটপাড়ায় বিশেষ জনপ্রিয়। তবে বৃহস্পতিবার রাতে মালাইকা বিশেষ করে নজর কাড়লেন, যখন তাঁকে দেখা গেল খান পরিবারর এক সদস্যর পার্টিতে। ডিভোর্সের পর থকে সলমন খানের পরিবারের সঙ্গে বেশ দূরত্বই বজায় রেখে চলেছিলেন তিনি। তাহলে কি অর্জুনের সঙ্গে ব্রেকআপ হতেই সবকিছু ব্যাক টু দ্য ট্র্যাক?
বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইতে অর্পিতা খান শর্মার রেস্তোরাঁ লঞ্চ ইভেন্টে মালাইকা অরোরাকে দেখা যায়। বলিউড সুপারস্টার সলমন খানের পালি বোন ও তাঁর স্বামী আয়ুশ শর্মা নতুন এই জার্নি শুরু করেছেন। আর সেখানেই প্রাক্তন বউদিকে দেখে অনেকেরই চক্ষুস্থির। বলে রাখা ভালো, এই অর্জুন কাপুরের সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন অর্পিতা। যদিও তা বহুদিন আগের কথা। সেই সময় বলিউডে নামার আগে গ্রুমিংয়ে ব্যস্ত বনি-পুত্র। বেশিরভাগ সময় সলমন খানের বাড়িতেই সময় কাটাতেন।
বৃহস্পতিবার মালাইকাকে দেখা গেল সাদা পোলকা ডট চপ ও কাবো প্যান্টে। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরপরই অর্জুনের সঙ্গে নাম জড়িয়েছিল মাসাইকার। সেই থেকে দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় সম্পর্কে ছিলন দুজনে। মাঝে অর্জুন-মালাইকার বিয়ে করার খবরও পাওয়া যাচ্ছিল। মালাইকা তো বলেই দিয়েছিলন, তিনি বিয়ে করত প্রস্তুত।
একবার এক সাক্ষাৎকারে অর্জুন তাঁর আর অর্পিতা খনের প্রেম নিয়ে কথা বলার সময় বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমার প্রথম এবং একমাত্র গুরুতর সম্পর্ক ছিল অর্পিতা খানের সঙ্গে। আমার যখন ১৮ বছর বয়স, তখন আমরা একে অপরের সঙ্গে প্রেম করা শুরু করি, এবং তারপর এটি দুই বছর ধরে চলেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম সেইসময় সলমন ভাইকে নিয়ে। যদিও পরে তিনি ও তাঁর পরিবার তা মেনে নেয়। এবং আমাদর এই সম্পর্ক নিয়ে তাঁরা যথেষ্ট সদয় ছিলেন।’
অর্জুনের সঙ্গে রীতিমতো কথা বন্ধ করে দেন সলমন খান, যখন বনি পুত্র মালাইকার সঙ্গে ডেটিং শুরু করেন। যদিও প্রাক্তন বউমার বাবার হঠাৎ প্রয়ানে কিন্তু সবার আগে এগিয় এসেছিল তাঁর প্রাক্তন শ্বশুরবাড়িই। মালাইকার বাবা অনিল মেহতার মৃত্যুতে সবার আগে গিয়ছিলন আরবাজ খান। এরপর সেলিম, সালমা, সলমন, অর্পিতারা সবাই মালাইকার বাপের বাড়িতে ছুটে যান এই বিপদের দিনে পাশ থাকতে।