বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika On Father: ৬তলা থেকে ঝাঁপ! বাবার আকস্মিক মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত মালাইকা অরোরা

Malaika On Father: ৬তলা থেকে ঝাঁপ! বাবার আকস্মিক মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত মালাইকা অরোরা

বাবা-মায়ের সঙ্গে মালাইকা-অমৃতা

বুধবার সকালে মারা যান মালাইকা অরোরার বাবা। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে ঘটনার তদন্ত চলছে, তবে প্রাথমিক অনুমান এটা আত্মহত্য। 

 ১১ সেপ্টেম্বর, বুধবার আচমকাই এসেছিল খারাপ খবরটা। নিজের আবাসনেরই ছাদ থেকে পড়ে মৃত্যু হয় মালাইকা অরোরার বাবার। প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। জানা যাচ্ছে, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। তবে অবশেষে বাবার মৃত্যুর বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী, মডেল মালাইকা অরোরা।

সোশ্যাল মিডিয়ার বিবৃতি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন মালাইকা অরোরা?  

মালাইকা অরোরা লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বাবা অনিল মেহতা আর নেই। যিনি ছিলেন একজন কোমল আত্মা, একজন নিবেদিত দাদু, একজন প্রেমময় স্বামী এবং আমাদের সেরা বন্ধু। আমার পরিবার এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত এবং আমরা এই কঠিন সময়ে মিডিয়া এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে গোপনীয়তা বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা এটা বুঝেছেন, পাশে আছেন, সেজন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি জয়েস, মালাইকা, অমৃতা শাকিল, আরহান, আজান, রায়ান, ক্যাসপার, অ্যাক্সেল, ডাফি ও বাডি-র তরফে।’

বুধবার সকালে সংবাদ সংস্থা PTI সূত্রে মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর মেলে। এক পুলিশ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বান্দ্রা এলাকার একটা বাড়ির ছ'তলা থেকে ঝাঁপ দেন অনিল মেহতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে ঠিক কী কারণে মৃত্যু সেবিষয়টি স্পষ্ট জানা যায়নি। প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, 'এটা সত্যি যে আজ (বুধবার) সকালে মালাইকার বাবা মারা গিয়েছেন। তিনি আত্মহত্যা করেননি, এটা একটি দুর্ঘটনা। তাঁরা সবাই হতবাক কারণ তাঁর নির্দিষ্ট কোনও অসুস্থতা ছিল না।মুম্বই পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘আমরা সবকিছুর তদন্ত করছি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে, আমরা আরও তদন্ত করছি।’

বহু আগে এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, তাঁর বয়স যখন মাত্র ১১ বছর, তখনই তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপরই মালাইকা তাঁর মা ও বোন অমৃতার সঙ্গে চেম্বুরে চলে গিয়েছিলেন। প্রসঙ্গত মালাইকার মা জয়েস পলিকার্প একজন মালয়ালি ক্রিশ্চান ছিলেন। মালাইকার বাবা ছিলেন পঞ্জাবের সীমান্তবর্তী শহর ফাজিলকার একজন পাঞ্জাবি হিন্দু, যিনি ভারতীয় মার্চেন্ট নেভিতে কাজ করতেন।

বায়োস্কোপ খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.