তিনি যাই করুন না কেন, সেটিই আলোচনার বিষয়। অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তো সারা ক্ষণ আলোচনা চলতেই থাকে, কিন্তু তার বাইরেও মালাইকা অরোরার অন্য পরিচয়ও আছে। তিনি দেশের অন্যতম সেরা ফ্যাশানিস্তা। যে কোনও পোশাক শিল্পীরই স্বপ্ন থাকে, নিজের তৈরি পোশাক মালাইকাকে পরানোর। আর স্বপ্নের পিছনে যে যথেষ্ট পরিমাণে যুক্তি আছে, তা নিজেই আরও একবার প্রমাণ করে দিলেন মালাইকা। ইনস্টাগ্রামে দিলেন তাঁর নতুন পোশাক পরা ছবি।
সম্প্রতি ইনস্টাগ্রামে রুপোলি রঙের ফ্রিঞ্জ পোশাক পরে ছবি দিয়েছেন মালাইকা। সঙ্গে গাঢ় লাল রঙের লিপস্টিক। সঙ্গে লিখেছেন, ‘ডান্স লাইক নো ওয়ান ইজ ওয়াচিং।’
হালে লেবাননের ফ্যাশন ডিজাইনার এলি মাদির ডিজাইন করা পোশাকটি পরেছেন মালাইকা। তবে এই পোশাকের সঙ্গে খুব বেশি কিছু অ্যাকসেসরিজ নেননি তিনি। সেজেছেন একেবারে ছিমছাম ভাবে। আর তাতেই মোটামুটি ধরাশায়ী তাঁর অনুরাগীরা।
অনেকেই বলেছেন, এভাবে যে কোনও পোশাকে নিজেকে মোহময়ী করে তোলা মালাইকা ছাড়া আর কারও পক্ষেই কঠিন কাজ। কেউ কেউ বলেছেন, যে কোনও পোশাক মালাইকা পরলে মনে হয়, সেই পোশাকটি যেন মালাইকার কথা ভেবেই বানানো।