বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika Arora Trolling: ‘বুড়ো বয়সে’ শেহনাজকে কপি করা, মালাইকার র‌্যাম্প ভিডিয়ো দেখে বিরক্ত নেটিজেনরা

Malaika Arora Trolling: ‘বুড়ো বয়সে’ শেহনাজকে কপি করা, মালাইকার র‌্যাম্প ভিডিয়ো দেখে বিরক্ত নেটিজেনরা

মালাইকা নাকি কপি করেছেন শেহনাজকে?

সম্প্রতি হলুদ লেহেঙ্গায় র‌্যাম্প মাতালেন মালাইকা আরোরা। তিনি বারবার প্রমাণ করেন, বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। তবে র‌্যাম্পে নাচার জন্য ট্রোলড হলে শেহনাজের অনুরাগীদের কাছে। 

Malaika Arora-Shehnaaz Gill: ফ্যাশনের দুনিয়ায় বরাবরই জনপ্রিয় মালাইকা আরোরা। বড় বড় শো-তে তিনি শো স্টপার হয়েছএন আগেও। সম্প্রতি তাঁকে র‌্যাম্পে পাওয়া গেল ডিজাইনার গোপী বেদ-এর হলুদ লেহেঙ্গায়। তবে সেই ভিডিয়ো সামনে আসতেই বড় চটেছেন শেহনাজ গিলের ভক্তরা। ঠিক কী হয়েছে?

ঠিক যেন কনের বন্ধু। গায়ে হলুদ লেহেঙ্গা। খোঁপায় ফুল, দু হাত ভর্তি চুরি, মাথায় ফুল দিয়ে মালাইকা এলেন র‌্যাম্পে। আর তারপরই দেখা গেল নাচতে শুরু করেছেন তিনি অন্যান্য মডেলদের সঙ্গে। মালাইকার এই স্বপস্ফূর্ত ওয়াক খুব পছন্দ হয়েছে নেটিজেনদের। পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো শেয়ার করা হতেই একজন লিখলেন, ‘ওর মুখের এক্সপ্রেশন আমার সবচেয়ে ভালো লাগছে। ও সত্যিই ভীষণ প্রাণবন্ত। জীবনকে উপভোগ করতে জানে।’ আরেকজন লিখলেন, ‘এই বয়সে এসেও এত জীবনিশক্তি। মানুষকে অনুপ্রেরণা দেন মালাইকা সবসময়।’

তবে শেহনাজ গিলের সঙ্গে তুলনা টানাও হল। আসলে দিনকয়েক আগে র‌্যাম্পে এভাবেই নাচতে দেকআ গিয়েছিল সানাকে। একজন লিখলেন, ‘শেহনাজকে দেখে এখন সবাই র‌্যাম্পে নাচবে।’ অপরজন লিখলেন, ‘এত সিনিয়র একজন মডেল, এই বুড়ো বয়সে এসে হাঁটুর বয়সী মেয়েটাকে কপি করছে। এদের যে কেন নিজস্ব কোনও ধারণা আসে না কে জানে। একদম বোকা বোকা মাথা।’

চলতি বছরের জুন মাসেই র‌্যাম্পে ডেবিউ হয়েছিল শেহনাজের আহমেদাবাদে। লাল লেহেঙ্গায় সেজেছিলেন তিনি। আর প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার গানে হেঁটেছিলেন। এরপর ডিডাইনারের সঙ্গে এসে যখন হাঁটা শেষ করেন তখন মন খুলে নাচেন। আর সেই ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছিল।

 

বন্ধ করুন