বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika Arora: সেলফি তুলতে মালাইকার গায়ের উপরে পুরুষ-ভক্ত! নিজেকে বাঁচাতে এরপর যা করলেন তিনি…

Malaika Arora: সেলফি তুলতে মালাইকার গায়ের উপরে পুরুষ-ভক্ত! নিজেকে বাঁচাতে এরপর যা করলেন তিনি…

মালাইকা আরোরা। 

মুম্বই বিমানবন্দরে ভক্তদ্বারা আপত্তিকর পরিস্থিতির মুখে পড়তে হল মালাইকা আরোরাকে। তাঁর পাশে এসে সেলফি তুলতে থাকা এক পুরুষকে লক্ষ্য করে বেশ জোরেই তিনি বলে ওঠেন, আরাম সে’। আপাতত এই ভিডিয়ো ভাইরাল।

বৃহস্পতিবার মালাইকা আরোরাকে দেখা যায় মুম্বই এয়ারপোর্টের এগজিট গেটের সামনে। তিনি যখন এয়ারপোর্ট থেকে বাইরের দিকে আসছিলেন তখন তাঁকে সেলফির জন্য ছেঁকে ধরেন একগুচ্ছ ভক্ত। অনলাইনে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এভাবে সেলফির জন্য মারামারিতে খানিক ভয়ই পেয়ে যান অর্জুন কাপুরের বান্ধবী। তাঁর পাশে এসে সেলফি তুলতে থাকা এক পুরুষকে লক্ষ্য করে বলে ওঠেন, ‘আরাম সে’ (একটু সাবধানে)!

মালাইকা এদিন পরেছিলেন একটি কালো ক্রপ টপ আর কালো চামড়ার জ্যাকেট এবং নীল রঙের জিন্স। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই একগুচ্ছ ভক্ত তাঁর চারপাশে এসে জড়ো হন। প্রথমদিকে তো মালাইকা বেশ সম্মতির সঙ্গেই ছবির জন্য পোজ দিচ্ছিলেন। তবে গোলমাল বাধে যখন একগাদা পুরুষ তাঁকে ছেঁকে ধরেন। এমনকী, স্বাভাবিকভাবে হেঁটে এগিয়ে যাওয়ার মতো অবস্থাও তাঁর থাকে না। আরও পড়ুন: ‘প্রেমে না, কামে পড়ি… বিছানায় এখনও সক্ষম’, কর্মশক্তির উৎস ফাঁস করলেন কবীর সুমন

ইনস্টাগ্রামে এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া এই ভিডিয়োটি বর্তমানে তুমুল ভাইরাল। নেট-নাগরিকরা সমালোচনা করেছেন মানুষের এমন কাজের। একজনের মন্তব্য, ‘খন কেউ আপনার ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করে তখন এটি বিরক্তিকর হয়ে ওঠে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার বাড়ির মহিলা সদস্যদের গায়ের উপর উঠে যদি কেউ তাঁদের সঙ্গে এভাবে ছবি তোলে আপনাদের কেমন লাগবে শুনি!’ আরও পড়ুন: তৃণমূলের ক্রিকেটার মন্ত্রী মনোজ গেলেন অরিজিতের জিয়াগঞ্জে, আছে কি রাজনৈতিক যোগ?

মালাইকা সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার ভূমিকা শর্মার পোশাকে র‍্যাম্পে হেঁটেছেন। বর্তমানে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে আছেন নিজের থেকে প্রায় ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে। এমনকী, মাঝেমধ্যেই শোনা যায় তাঁরা খুব জলদি বিয়েও করবেন। সম্প্রতি নিজের রিয়েলিটি শো মুভিং ইন উইথ মালাইকাও এনেছেন তিনি। যাতে অতিথি হিসেবে এসেছেন করণ জোহর, নোরা ফাতেহি, ভারতী সিং, অমৃতা অরোরা এবং ফারাহ খান সহ অন্যান্যরা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন