Malaika Arora Fashion: বলিউডের ফ্যাশনিস্তানের তালিকায় মালাইকার নাম আসে প্রথম সারিতে। ব্যাকলেস শর্ট ড্রেসে বিনা মেকআপেও আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই তিনিই।
1/5বন্ধুদের সঙ্গে ডেট, ক্যাজুয়াল পোশাকেই দেখা মিলল মালাইকার মুম্বইয়ের রাস্তায়। তবে চোখ ফেরানোই যায়নি এই রিয়েলিটি শো-র কুইনের থেকে। প্রিন্টেড মিনিস্কার্টে বয়স যেন একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে তাঁর।
2/5ব্যাকলেস মিনি ড্রেস স্পষ্ট মালাইকার শরীরের নানা খাঁজ। ব্রাউন রঙের একটি স্লিং ব্যাগ নিয়েছিলেন। একেবারে নো মেকআপ লুক, চোখে কালো রোদচশমা, পায়ে স্নিকার্স। মালাইকা বুঝিয়ে দিলেন ৪৮ বছর বয়সে এসেও কেন তিনি প্রায় রোজই চোখ টানেন নেট-নাগরিকদের।
3/5সামার ফ্যাশন হোক বা বিচ ওয়্যার, মালাইকার এই পোশাক আপনি খুব সহজেই ক্যারি করতে পারবেন। স্লিক জুয়েলারিও বেশ মানাবে এই পোশাকের সঙ্গে, যদিও মালাইকা বাঁ হাতে ব্রেসলেট ছাড়া কিছুই পরেননি।
4/5শুধু ফ্যাশন নয়, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের কারণেও মালাইকা আরোরাকে নিয়ে চর্চা চলতেই থাকে। দুজনের বয়সের ফারাক ১১ বছর, ডিভোর্সি-এক সন্তানের মা মালাইকা আর অর্জুনের সম্পর্ক প্রথমে অনেকেই ভালোভাবে নেয়নি। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখন খুল্লামখুল্লা দুই তারকা। এমনকী, পরবর্তীতে বিয়ে করতে চান বলেও জানিয়েছেন, যদিও তা এখনই নয়!
5/5মডেল হিসেবেই কাজ করেছেন মালাইকা। বেশ কিছু বলিউডি আইটেম নাচেও দেখা মিলেছে তাঁর। এখন রিয়েলিটি শো-র বিচারক হিসেবেও খুব নামডাক মাল্লার। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে আলাদাই থাকেন তিনি।