বোনে বোনে ঝামেলা হওয়া নতুন কোনও ব্যাপার নয়। এই ঝগড়া তো এই গলাগলি। এরকমটাই হয়েছে মালাইকা আর অমৃতা আরোরার সঙ্গে। দিনকয়েক আগেই দুই বোনের ঝগড়ার ছবি এসেছে প্রকাশ্যে। আর বুধবার তাঁদের মুম্বই এয়ারপোর্টে দেখা গেল একসঙ্গে। পাপারাৎজিদের সামনে একে-অপরকে জড়িয়েও ধরলেন।
ঘুরতে যাওয়ার জন্য ফাস সাদা রঙের ক্রপ টপ, ওভারকোট, স্কার্ফ আর ব্যাগি প্যান্ট পরেছিলেন মালাইকা। আর মালাইকা পরেছিলেন সবুজ রঙের ওভারসাইজড শার্ট আর ম্যাচিং শর্টস। সঙ্গে স্কার্ফ। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নেড়ে ভিতরে ঢুকে যান তাঁরা।
এর আগে ‘মুভিং ইন উইথ মালাইকা’ শো-তেই দেখা যায় যে, মালাইকা আরোরার সঙ্গে ঝগড়া লেগে যায় অমৃতার! আসলে দিনকয়েক আগেই স্ট্যান্ড আপ কমেডি নিয়ে ঝামেলা লাগে অমৃতা আর মালাইকার। অমৃতাকে বলতে শোনা যায়, ‘আমি সেদিন কিছু বলিনি। সেই স্ট্যান্ডআপে তোমার আরও ভাবনাচিন্তা করা উচিত ছিল বলা জোকস নিয়ে। আমি বড় সাইজের জামা পরি, পরোক্ষভাবে আমি কোনও কাজ করি না সেটা বলা, আমায় এক বারও জিজ্ঞাসা করেছিলে পরে? আমার খারাপ লেগেছে কি না?’
মালাইকা যখন বোঝাতে যান স্ট্যান্ড আপে এরকম হতে পারে, তাতে অমৃতার জবাব, ‘তুমি তাহলে স্ট্যান্ড আপে কাওকে বাসের সামনে ফেলে দেবে? আমি সে দিন কিছু বলিনি। তুমি তোমার অনুষ্ঠান মাতিয়েছ। দুর্দান্ত সময় কাটিয়েছ। কিন্তু আজ বলছি, কারণ সে দিনের পর আজই আমাদের প্রথম দেখা। আমার মনে হয়, এরপর থেকে অন্যদের নিয়ে মজা করার আগে তোমার সব দিক বিবেচনা করে দেখা উচিত।’
স্ট্যান্ড আপে মালাইকা বোন অমৃতাকে নিয়ে বলেছিলেন, ‘আমার বোন হাসিখুশি আর আমি সুন্দরী। আমার বোন তার বড়লোক স্বামীর সঙ্গে সুখে সংসার করছে। সে ধনী, আমি স্ট্যান্ডআপ করছি...’