বাংলা নিউজ > বায়োস্কোপ > Moving with Malaika- রিয়েলিটি শো প্রমোট করতেই 'I said Yes' নাটক মালাইকার

Moving with Malaika- রিয়েলিটি শো প্রমোট করতেই 'I said Yes' নাটক মালাইকার

মালাইকা আরোরা খান কাকে হ্যাঁ বললেন?

Malaika Arora Khan: মালাইকা এর আগে 'আমি হ্যাঁ বলেছি' করে একটি পোস্ট করেছিলেন, তাতে সবাই ভেবেছিলেন তিনি আর অর্জুন কাপুর হয়তো আংটি বদল সারলেন। কিন্তু আসল সত্যি কি?

মালাইকা আরোরা খান সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন এবং সেখানেই তিনি পরিষ্কার করলেন যে তিনি কেন এর আগে 'আমি তাতে হ্যাঁ বলেছি' লিখে পোস্ট করেছিলেন। তাঁর এই পোস্ট ঘিরেই তাঁর এবং অর্জুন কাপুরের এনগেজমেন্ট হয়ে গিয়েছে, ইত্যাদি ধরনের নানান জল্পনা হতে শুরু করেছিল। এবার অভিনেত্রী সেই সমস্ত জল্পনায় নিজেই জল ঢেলে সবটা পরিষ্কার করলেন।

মালাইকা তাঁর নতুন পোস্টে লেখেন, 'আমি ডিজনিপ্লাস হটস্টারকে হ্যাঁ বলেছি আমার নতুন রিয়েলিটি শোয়ের জন্য।' তিনি একই সঙ্গে জানান তাঁর এই শোয়ের নাম হতে চলেছে মুভিং উইথ মালাইকা। এখানে তাঁকে এমন ভাবে দেখা যাবে যা আগে কখনও কেউ দেখেনি। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। আগামী ৫ ডিসেম্বর থেকে এই শোটি ডিজনিপ্লাস হটস্টারে দেখা যাবে।

এর আগে মালাইকার অনেক অনুরাগীরা ভেবেছিলেন তিনি হয়তো সেই পোস্টের মাধ্যমে তাঁর এবং তাঁর প্রেমিক অর্জুন কাপুরের এনগেজমেন্টের কথার আভাস দিয়েছেন। এখন মালাইকার এই পোস্ট দেখে তাতে এক ভক্ত লেখেন যে 'যাঁরা ভেবেছিলেন যে উনি অর্জুন কাপুরের সঙ্গে বাগদান সেরেছেন তাঁদের জন্য সমবেদনা।' আরেক ভক্ত লেখেন, 'আমি ভাবলাম আপনি বিয়ের জন্য অর্জুন কাপুরকে হ্যাঁ বলেছেন।'

অর্জুন কাপুর এবং মালাইকা বিগত বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন। এর আগে মালাইকার সঙ্গে আরবাজ খানের বিয়ে হয়েছিল। বর্তমানে তাঁরা একত্রে তাঁদের সন্তান আরহান খানকে মানুষ করছেন।

এই শোয়ের বিষয়ে মালাইকা উচ্ছাস প্রকাশ করে জানান, 'দীর্ঘ সময় ধরে মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এবার তাতে একটু বদল আনা প্রয়োজন। এই শোয়ের মাধ্যমে আমি এবং আমার ভক্তদের মাঝে যে সমস্ত দেওয়াল রয়েছে সেগুলো সব ভেঙে ফেলব। এটা একটা মজাদার রাইড হবে, সকলকে আমার সঙ্গে নেব।'

বন্ধ করুন