বাংলা নিউজ > বায়োস্কোপ > Moving with Malaika Promo video: 'আমি ভালো আছি', জীবনের কোন সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে কেঁদে ফেললেন মালাইকা

Moving with Malaika Promo video: 'আমি ভালো আছি', জীবনের কোন সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে কেঁদে ফেললেন মালাইকা

জীবনের কোন সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে কেঁদে ফেললেন মালাইকা

Moving With Malaika Promo: মালাইকা আরোরা খান তাঁর নতুন শোতে কোন ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন? কী বলতে দেখা গেল অভিনেত্রীকে এই শোয়ের প্রোমো ভিডিয়োতে?

মালাইকা আরোরা খান সম্প্রতি তাঁর শো ‘মুভিং উইথ মালাইকা’র একটি নতুন প্রোমো ভিডিয়ো পোস্ট করেছেন। আর সেই টিজার প্রোমো ভিডিয়োতে অভিনেত্রী করিনা কাপুর খান এবং পরিচালক ফারাহ খানকে দেখা যায়। এই ভিডিয়োর একটি দৃশ্যে মালাইকাকে কেঁদে ফেলতে দেখা যায় এবং তিনি তাঁর এবং আরবাজ খানের বিচ্ছেদের বিষয়ে কথা বলেন।

করিনাকে এই ভিডিয়োতে বলতে শোনা যায় যে, 'আমার মনে হয় ও ভীষণই বুদ্ধিমতী, হট এবং সুন্দরী। এবার দেখা যাক ও সেটা বজায় রাখতে পারে কিনা।' এই টিজার প্রোমো ভিডিয়োতে মালাইকাকে তাঁর বোন অমৃতা আরোরার সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'আমিও জীবনে এগিয়ে গিয়েছি, আমার প্রাক্তনও জীবনে এগিয়ে গিয়েছে। আপনারা সবাই কবে এগোবেন?'

আরেকটি দৃশ্যে কখনও তাঁকে যোগব্যায়াম করতে দেখা যায় তো কখনও সুইমিং পুলে। ফারাহর সঙ্গে কথা বলার সময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, 'আমি জীবনে এতদিন যা যা সিদ্ধান্ত নিয়েছি সব কটাই ঠিক। আমি খুশি, ভালো আছি।' ফারাহ এর উত্তরে তাঁকে বলেন, 'তুমি যখন কাঁদো তোমায় আরও সুন্দরী লাগে।'

মুভিং উইথ মালাইকা শোতে মালাইকা আরোরা খানের জীবনকে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। তাঁর বন্ধু থেকে পরিবারের মানুষরা অতিথি হিসেবে এই শোতে উপস্থিত থাকবেন।

এই শোয়ের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'বহু সময় ধরে গোটা বিশ্ব আমায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছে। কিন্তু এবার সেটাকে একটু বদলে দেওয়া প্রয়োজন। আমি শোয়ের মাধ্যমে আমার এবং ভক্তদের মাঝে যে দেওয়াল আছে সেটাকে ভেঙে ফেলব। এটা একটা মজার সফর হবে। আমার দৈনন্দিন জীবনের সাক্ষী থাকবেন তাঁরা। সঙ্গে থাকবে আমার কিছু ঘনিষ্ট বন্ধুরা এবং পরিবারের মানুষর। আমি দারুন উচ্ছ্বসিত ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে এই শো শুরু করার জন্য।'

বন্ধ করুন