ছোট পর্দা হোক কিংবা বড়পর্দা, বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ হলেন মালাইকা আরোরা খান। তিনি তাঁর শো, ‘মুভিং উইথ মালাইকা’য় সকলের সঙ্গে তাঁর জীবনের একটি অজানা ঘটনা ভাগ করে নিলেন। তিনি জানান চলতি বছরের শুরুর দিকে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেই গাড়ি দুর্ঘটনার পর তাঁর চোখে একটি অস্ত্রপ্রচার করতে হয়। সোমবারের পর্বে তিনি ফারাহ খানকে এই বিষয়ে বলতে গিয়ে জানান এই অস্ত্রপ্রচারের পর তিনি যাঁদের প্রথমে দেখেছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তাঁর প্রাক্তন স্বামী তথা অভিনেতা আরবাজ খান। শুধু তাই নয়, অভিনেত্রীকে ভালো রাখার জন্য তিনি তাঁর সঙ্গে মজাও করেন বলে জানান মালাইকা।
সেই দুর্ঘটনার কথা স্মরণ করে মালাইকা ফারাহকে বলে, 'সেই মুহূর্তে মনে হয়েছিল আমি বুঝি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। আমি ওই কয়েক ঘণ্টার জন্য কিছু দেখতে পাইনি। কাচ ভেঙে চোখে ঢুকে গেছিল। চোখ থেকে রক্ত বের হচ্ছিল। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। সত্যি বলতে, আমার তখন মনে হয়েছিল যে আমি হয়তো আর বাঁচব না। আমার ছেলে, আরহানকে আর দেখতে পাব না।' এরপর তিনি জানান, 'আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর সেখানে অস্ত্রপ্রচার করা হয়। আমাকে যখন তারপর বের করে আনা হয় আমি যাঁদের সেখানে দেখতে পেয়েছিলাম তাঁদের মধ্যে আরবাজও ছিল। আর ও সমানে আমায় জিজ্ঞেস করে যাচ্ছিল যে আমি দেখতে পাচ্ছি কিনা? কতগুলো আঙুল আছে? ইত্যাদি। আমার খুব অবাক লেগেছিল যে ও এমন কেন করছে? আমার ওকে ওই অবস্থায় দেখে ক্ষনিকের জন্য মনে হয়েছিল আমি বোধহয় পুরনো দিনে ফিরে গিয়েছি।' তিনি আরও জানান, তাঁর জীবনে যাই হোক না কেন আরবাজ ছিলেন সঙ্গে। সেই কথাই এই শোতে স্মরণ করেন অভিনেত্রী।
২০২২ সালের ২ এপ্রিল মহারাষ্ট্রের খোপলিতে এই গাড়ি দুর্ঘটনাটি ঘটেছিল। মালাইকা যখন পুনে থেকে মুম্বাই ফিরছিলেন তখন তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত হলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়েছিল। ২০১৬ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে তাঁদের সেপারেশনের কথা ঘোষণা করেন। ২০১৭ সালে তাঁদের ডিভোর্স হয়। বর্তমানে তিনি অর্জুন কাপুরের সঙ্গে একটি সম্পর্কে আছেন।