বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika Arora Khan: বলিউডের 'মুন্নি'র নয়া অবতার, আনন্দ এল রাইয়ের ছবিতে কোন ভূমিকায় থাকবেন মালাইকা

Malaika Arora Khan: বলিউডের 'মুন্নি'র নয়া অবতার, আনন্দ এল রাইয়ের ছবিতে কোন ভূমিকায় থাকবেন মালাইকা

মালাইকার নয়া অবতার

Malaika Arora Khan: মালাইকা আরোরা খানের ভক্তদের জন্য নতুন চমক! আয়ুষ্মান খুরানার নতুন ছবিতে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। কোন ছবি, বা কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

ছাইয়া ছাইয়া গান খ্যাত অভিনেত্রী মালাইকা আরোরা খানের ভক্তদের জন্য জোর চমক! আয়ুষ্মান খুরানার আগামী ছবি অ্যান অ্যাকশন হিরো-তে বিশেষ ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। এই ছবিটির পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এই ছবির ট্রেলার প্রকাশ্যে এল। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ছবির ট্রেলার প্রকাশ্যে আনা হয়, আর যাঁরা সেই অনুষ্ঠানে অপস্থিত ছিলেন তাঁরা সকলেই একটি বিশেষ গানে মালাইকার নাচের সাক্ষী থাকলেন।

এই ছবির প্রযোজক ভূষণ কুমার একটি সাংবাদিক সম্মেলনে জানান এই ছবিতে একাধিক ভালো ভালো গান রয়েছে। তবে সেই গানগুলোর নাম কী সেগুলো তিনি প্রকাশ্যে আনেননি। এমনকি মালাইকা আরোরা খানকে যে গানে নাচতে দেখা যাবে এই সিনেমায় সেই গানের নামও তিনি প্রকাশ্যে আনেননি।

এটা যদিও প্রথমবার নয় যে মালাইকা আরোরা খান কোনও ছবিতে কেবল একটি বিশেষ গানে পারফর্ম করবেন। এর আগেও বহুবার তিনি এমনটা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল দাবাং ছবির বিখ্যাত গান মুন্নি বদনাম হুই, হাউজফুল ২ ছবির আনারকলি ডিস্কো চলি, কাঁটে ছবির মাহি ভে, ইত্যাদি। এবং যে গান বা ছবির কথা এই ক্ষেত্রে না উল্লেখ নয় সেটা হল দিল সে ছবির ছাইয়া ছাইয়া গানটি। আজও দর্শকদের মনে সেই ট্রেনের উপর নাচার দৃশ্য স্মরণীয় হয়ে রয়েছে।

তবে এই অ্যান অ্যাকশন হিরো ছবির বিষয়ে আরও একটি চমকপ্রদ তথ্য রয়েছে। মালাইকা আরোরা খানকে যে কেবল একটি বিশেষ গানে দেখা যাবে এমনটা নয়। তাঁকে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে আনন্দ এল রাইয়ের এই ছবিতে। একই সঙ্গে তাঁর এই ছবির গানে নাচ দর্শকদের কেমন লাগে সেটা সময়ের সঙ্গে বোঝা যাবে।

এছাড়া কদিন আগে মালাইকা আরও একটি পোস্ট করেন 'আমি হ্যাঁ বলেছি' বলে, এতে তাঁর অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায়। সকলেই ভাবেন তিনি হয়তো অর্জুন কাপুরের দেওয়া বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেছেন, বা তাঁদের বাগদান হয়ে গিয়েছে। কিন্তু তিনি এরপর আরও একটি পোস্ট করেন, যেখানে লেখেন যে তিনি ডিজনি হটস্টারের একটি শোয়ের বিষয়ে হ্যাঁ করে দিয়েছেন। তাঁকে আগামীতে এই ওটিটি প্ল্যাটফর্মের একটি শোতে দেখা যেতে চলেছে। তিনি নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের আসন্ন শোয়ের কথা প্রকাশ্যে জানিয়েছেন।

বন্ধ করুন