বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika Arora misses Arjun Kapoor: পরিবারের সঙ্গে বড়দিন পালন মালাইকার, তারই মাঝে অর্জুনকে মিস করছেন? কী লিখলেন

Malaika Arora misses Arjun Kapoor: পরিবারের সঙ্গে বড়দিন পালন মালাইকার, তারই মাঝে অর্জুনকে মিস করছেন? কী লিখলেন

পরিবারের সঙ্গে বড়দিন পালন মালাইকার

Malaika Arora misses Arjun Kapoor: এবারের বড়দিন ছেলে আরহানের সঙ্গেই কাটালেন মালাইকা আরোরা। তাঁর বাবা মায়ের মুম্বইয়ের বাড়িতে বোন, ছেলেকে নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন। তার মাঝে কী বললেন অর্জুনকে?

২০২২ সালের বড়দিন মালাইকা আরোরা এবার তাঁর মা, বাবা, বোন এবং ছেলের সঙ্গে কাটালেন। তাঁর মা বাবা অর্থাৎ জয়েস পলিকার্প এবং অনিল আরোরার মুম্বইয়ের বাড়িতে রবিবার তাঁকে এবং অমৃতা আরোরাকে দেখা যায়। তাঁদের সঙ্গে আরহান খানও ছিলেন। বাবার কাছে যাওয়ার পরই বড়দিন কীভাবে কাটাচ্ছেন তাঁরা তার কিছু টুকরো ছবি এই মডেল তথা অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন।

ইনস্টাগ্রামে মালাইকা যে পোস্টটি করেছিলেন সেখানে তিনি তাঁর প্রেমিক অর্জুন কাপুরকে মেনশন করেন এবং বলেন তিনি তাঁকে ভীষণ মিস করছেন গোটা হইচইয়ের মধ্যে। মালাইকা এই বান্দ্রার বাড়ি থেকে বড়দিনের যে ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেখানে ক্যাপশন হিসেবে লেখেন, 'মেরি ক্রিসমাস। আমরা সবাই তোমায় মিস করছি অর্জুন কাপুর।' তিনি তাঁর এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন। তিনি লেখেন, 'এক্সমাস ছবি জড়ো করলাম।' তার সঙ্গে তিনি হার্ট, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, ইত্যাদির ইমোজি পোস্ট করেন। অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেন।

একাধিক তারকাকে দেখা যায় মালাইকাকে বড়দিনের শুভেচ্ছা জানাতে, এঁদের মধ্যে আছেন করিশ্মা কাপুর। তিনি লেখেন, 'মেরি ক্রিসমাস সবাইকে।' রিয়েলিটি শোয়ের তারকা মহদীপ কাপুর, ভাবনা পাণ্ডে, প্রমুখ এই পোস্ট কমেন্ট করেন।

অভিনেত্রী যে ছবিগুলি পোস্ট করেছেন তাঁর প্রথম ছবিতে তাঁকে একটি সাদা কালো রঙের টপ এবং স্কার্ট পরে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে তিনি কালো হিল পরেছিলেন। তিনি তাঁর মা জয়েসর সঙ্গে পোজ দেন। তিনি একটি শাড়ি পরেছিলেন। অন্যদিকে মালাইকার বোন অমৃতা পরেছিলেন একটি কালো রঙের ড্রেস। একটি ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে তাঁরা হাসছেন এমন একটি ক্যান্ডিড ছবি তুলে সেটাকে পোস্ট করেছেন।

এছাড়া তাঁকে আরও একটি ছবি পোস্ট করতে দেখা যায় যেখানে তাঁরা সকলেই ছিলেন, অর্থাৎ মালাইকা, অমৃতা, তাঁদের বাবা মা এবং আরহান। অমৃতার স্বামী সাকিল লড়ক এবং তাঁদের দুই সন্তান রায়ান এবং আজানের সঙ্গেও মালাইকাকে এদিন ছবি পোস্ট করতে দেখা যায়।

মালাইকার ছেলে আরহান এদিন একটি নীল সোয়েট শার্ট পরেছিলেন বাদামি প্যান্টের সঙ্গে। তাঁদের একটি ছবিতে ভীষণ হাসতে দেখা যাচ্ছে।

বর্তমানে মালাইকা তাঁর নতুন শো ‘মুভিং উইথ মালাইকা’ নিয়ে ভীষণ ব্যস্ত। তার প্রচারেও ব্যস্ত থাকেন। এরই মাঝে তাঁকে পরিবারের জন্য সময় বের করে তাঁদের সঙ্গে সুন্দর মুহূর্তে কাটাতে দেখা গেল।

বন্ধ করুন