বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika's father: মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ ও খান পরিবার, ঘটনাস্থলে অর্জনও, মুখোমুখি হতেই…

Malaika's father: মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ ও খান পরিবার, ঘটনাস্থলে অর্জনও, মুখোমুখি হতেই…

আরবাজ-অর্জুন-মালাইকা

 দুঃসংবাদ পেয়ে, প্রাক্তন বউমা মালাইকার বাড়িতে পৌঁছে যান আরবাজ-সলমনের খানের বাবা সেলিম খান, মা সলমা। মালাইকার প্রাক্তন ননদ অলভিরা খান অগ্নিহোত্রী, দেওর সোহেল খান ও তাঁর ছেলে নির্বাণ খান। দাদুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মালাইকা-আরবাজের ছেলে আরহান খানও।

আচামকাই একটা খারাপ খবরে বিধ্বস্ত তাঁদের পরিবার। ১১ সেপ্টেম্বর, বুধবার নিজের বিল্ডিং-এর পড়ে মৃত্যু হয় মালাইকা অরোরার বাবা অনিল মেহতা। ঘটনার সময় বাড়িতেই ছিলেন মালাইকার মা জয়েস পলিকার্প। বহুবছর আগে অনিল ও জয়েস-এর বিবাহবিচ্ছেদ হলেও বর্তমানে তাঁরা একসঙ্গেই থাকতেন।

এদিন বাবার আচমকা মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান টেলিভিশন ব্যক্তিত্ব ও মডেল, অভিনেত্রী মালাইকা অরোরা। এদিকে এমনই এক খারাপ খবর পাওয়ার পরই প্রাক্তন শ্বশুরবাড়িতে পৌঁছে যান মালাইকা অরোরার প্রাক্তন স্বামী, অভিনেতা আরবাজ খান। ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় আরবাজকে। বিল্ডিং-এর নিচে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখা যায় আরবাজকে। কাঁদতে কাঁদতে ঘটনাস্থলে পৌঁছতে দেখা যায় অমৃতা অরোরা ও তাঁর স্বামী শাকিল লাদাককে।

শুধু তাই নয়, এমন এক দুঃসংবাদ পেয়ে, প্রাক্তন বউমা মালাইকার বাড়িতে পৌঁছে যান আরবাজ-সলমনের খানের বাবা সেলিম খান, মা সলমা। মালাইকার প্রাক্তন ননদ অলভিরা খান অগ্নিহোত্রী, দেওর সোহেল খান ও তাঁর ছেলে নির্বাণ খান। দাদুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মালাইকা-আরবাজের ছেলে আরহান খানও।

এদিকে এই অসময়ে এদিন মালাইকার বাড়িতে যেমন পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন আরবাজ ও তাঁর পরিবার। ঠিক তেমনই পৌঁছে যান প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরও। এদিন সেখানে সেলিম খান-সলমা খান ঢোকার সময় তাঁদের দেখে হাত জোড় করতেও দেখা যায় অর্জুন কাপুরকে। তবে বিপরীত তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, আরবাজের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর অর্জুনের সঙ্গে প্রেমে ডুবেছিলেন মালাইকা অরোরা। অন্যদিকে বহু আগে অর্জুন আবার সলমনের বোন অর্পিতা খান শর্মার সঙ্গে প্রেম করতেন বলে জানা যায়।

এদিকে এরাঁ সকলেই যখন সেখানে ছিলেন, তখনও পুলিশকে ঘটনাস্থলে তদন্ত করতে দেখা যায়।

সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছে যে পুলিশ জানিয়েছে যে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় এবং এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাবার মৃত্যুর সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি পুনেতে ছিলেন। ঘটনাটি জানার পরেই তিনি মুম্বই ফিরে আসেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পর অনিল মেহতার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছনোর আগেই তাঁর মৃত হয়েছিল। সূত্রের খবর, 'এটা সত্যি যে আজ সকালে মালাইকার বাবা মারা গিয়েছেন। তবে তিনি আত্মহত্যা করেননি, এটা একটি দুর্ঘটনা। কারণ, এই ঘটনায় সকলেই হতবাক। কারণ, তাঁর কোনও অসুস্থতা ছিল না। ময়নাতদন্তের পরই পুরো বিষয়টি জানা যাবে বলে জানানো হয়েছে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.