আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে বহু বছর হয়ে গেল। সম্প্রতি প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও বিচ্ছেদের পথে হেঁটেছেন মালাইকা অরোরা। বর্তমানে তিনি সিঙ্গেল। তবে আবার সেই অর্জুনের সঙ্গেই এক অনুষ্ঠানে নজর কাড়লেন মালাইকা! তবে কি আবার জোড়া লাগতে চলেছে তাঁদের সম্পর্ক?
মালাইকা ও অর্জুনকে ফের মেঘনা সিংয়ের বাগদান অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। তবে এটা তাঁদের পুরানো সম্পর্ক জোড়া লাগার কোনও ইঙ্গিত বলা যায় না। আসলে মেঘনা তাঁদের দু'জনেই বন্ধু। তাই তাঁর বাগদান অনুষ্ঠানের মালাইকা ও অর্জুন নিমন্ত্রিত ছিলেন। তবে তাঁদের এক ফ্রেমে ধরা যায়নি। আলাদা আলাদা ভাবেই এসেছিলেন দু'জন। লাল শাড়িতে নজর কেড়েছিলেন মালাইকা। সঙ্গে বেছে নিয়েছিলেন ভারী সোনার গয়না। অন্যদিকে, অর্জুন ধরা দিয়েছিলেন একটি কালো স্যুটে।
তবে কেবল বাগদানের অনুষ্ঠানে নয় এর আগেও মালাইকা এবং অর্জুনকে একসঙ্গে দেখা গিয়েছিল। গত সপ্তাহে তাঁদের বান্দ্রার লীলাবতী হাসপাতালে দেখা যায়। সেখানে সইফ আলি খানকে তাঁরা দেখতে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় মালাইকা তাঁর গাড়ির দিকে যাচ্ছিলেন, অর্জুনও সেদিকেই যাচ্ছিলেন। তখনই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পরেন তাঁরা। তাঁদের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই হয় ভাইরাল।
আরও পড়ুন: যিশুর সঙ্গে ডিভোর্সের গুঞ্জন, ‘স্মৃতি নিয়ে থাকব’, কার প্রসঙ্গে বললেন নীলাঞ্জনা?
মালাইকা অরোরার সঙ্গে করিনা এবং করিশ্মার খুব ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ বন্ধু তাঁরা। অন্যদিকে, অর্জুন কাপুরের সঙ্গে সইফ এবং করিনার খুব ভালো সম্পর্ক।
প্রসঙ্গত, মালাইকার প্রেম জীবন ঘিরে চর্চার শেষ নেই। তা আরবাজ খানের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে হোক বা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর বিচ্ছেদ। মালাইকা এবং অর্জুন ২০১৬ সালের দিকে ডেটিং শুরু করেছিলেন। বয়সের পার্থক্য থাকার সত্ত্বেও তাঁদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো। তাঁদের জুটিকে দর্শকরা পছন্দও করতেন যথেষ্ঠ। তবে গত বছরের শুরুতে অর্জুন তাঁদের বিচ্ছেদের খবর দিয়েছিলেন। তা দেখে ভক্তরাও যথেষ্ঠ হতাশ হয়ে পড়েছিলেন।
অভিনেত্রী বর্তমানে তাঁর ছেলে আরহান খানের সঙ্গে তাঁদের নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। তাঁদের রেস্তোরাঁ, স্কারলেট হাউস গত বছরের ৩ ডিসেম্বর থেকে হয়েছে। ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে, মালাইকা শেয়ার করেছেন যে, তিনি এবং আরহান দু'জনেই খাবার খেতে এবং ছবি দেখতে খুব পছন্দ করেন। একসঙ্গে বিশ্বভ্রমণ এবং রেসিপি সংগ্রহ করার পরে, তাঁরা এই রেস্তোরাঁ খুলেছেন। ২,৫০০ বর্গ-ফুট জুড়ে তাঁদের এই রেস্তোরাঁ।