বাংলা নিউজ > বায়োস্কোপ > জন্মদিন আসার আগেই অর্জুনকে দামি উপহার পাঠাল মালাইকা, খুশিতে গদগদ নায়ক লিখল…

জন্মদিন আসার আগেই অর্জুনকে দামি উপহার পাঠাল মালাইকা, খুশিতে গদগদ নায়ক লিখল…

জন্মদিনে অর্জুনকে একগুচ্ছ উপহার পাঠাল মালাইকা। 

২০১৯ সালে সম্পর্ক অফিসিয়াল করেন অর্জুন কাপুর আর মালাইকা আরোরা। দেখুন প্রেমিকের জন্মদিনের আগেই কী উপহার পেল মাল্লার তরফে। 

২৬ মে বয়স একবছর বাড়বে অভিনেতা অর্জুন কাপুরের। প্রেমিকের জন্মদিনের দিনকয়েক আগেই উপহার দিয়ে দিলেন মালাইকা আরোরা। বৃহস্পতিবারই নিজের ইনস্টা স্টোরিতে বান্ধবীর থেকে পাওয়া জন্মদিনের উপহারের এক ঝলক শেয়ার করে নেন অভিনেতা। লিখলেন, ‘৭২ ঘণ্টা আগে থেকেই ও মনে করিয়ে দিল এটা তোমার বার্থ ডে উইকেন্ড।’

বলিউডের সবচেয়ে চর্চিত জুটি এই মুহূর্তে অর্জুন কাপুর আর মালাইকা আরোরা। অসমবয়সী প্রেম নিয়ে কম কটাক্ষ হয় না। মালাইকাকে প্রায়শই ‘বুড়ি’, ‘ঠাকুমা’ বলে নোংরা আক্রমণ করে সোশ্যাল মিডিয়া। সঙ্গে ডিভোর্সি, অর্জুনের থেকে ১২ বছরের বড় হওয়ায় ‘সম্পর্ক টিকবে না’ জাতীয় মন্তব্যও ভেসে আসে। যদিও সেসবে তোয়াক্কা না করে প্রেম চালিয়ে যাচ্ছেন তাঁরা সেই প্রথম থেকেই। আরও পড়ুন: 'রোজ হাসি মুখে লড়াই করতে হয়', কেন এ কথা বললেন অর্জুন

ইনস্টা স্টোরি অনুসারে মালাইকা অর্জুনের জন্য একাধিক উপহার পাঠিয়েছেন। যা সাদা-কালো কাগজ দিয়ে মুড়ে রাখা হয়েছে। সঙ্গে একটা সোনালি রঙের বো।

অর্জুনের ইনস্টা স্টোরিতে মালাইকার পাঠানো উপহারের ছবি। 
অর্জুনের ইনস্টা স্টোরিতে মালাইকার পাঠানো উপহারের ছবি। 

২০১৯ সাল থেকে সম্পর্কের শুরু। চলতি বছরের শুরুতেই দু'জনের আলাদা হওয়ার খবর রটে গিয়েছিল। আর তাতে বেশ বিরক্ত হল বনি কাপুরের ছেলে। মালাইকার সঙ্গে একটি হট ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এটা এখন গুজব ছড়ানোর কোনও সময় না। সাবধানে থাকুন। ভালো থাকুন। মানুষের জন্য ভালো ভাবুন। সবাইকে ভালোবাসা।’

বন্ধ করুন