মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের দীর্ঘদিনের প্রেম ভেঙেছে। কয়েকদিন হল বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছিল এমন খবর। সম্প্রতি পিঙ্কভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়, অর্জুন-মালাইকার 'সম্পর্ক শেষ হয়েছে'। তাঁরা 'সম্মানজনকভাবেই আলাদা হয়ে গিয়েছেন'। যদিও এই গুঞ্জন উড়িয়ে দেন মালাইকার ম্যানেজার। তাঁর দাবি ছিল এই পুরো খবরটাই ভুয়ো। এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে ফের একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন মালাইকা অরোরা।
ঠিক কী লিখেছেন মালাইকা?
লেখা ছিল, 'When they say you can't do it, do it twice and take pics', যার বাংলা করলে দাঁড়ায় 'যখন ওরা বলে তুমি এটা করতে পারবে না, তখন সেটা দু'বার করো। আর প্রমাণ হিসাবে তার ছবিও তুলে রেখো।' একটা সাদা কাগজে নীল কালিতে হাতে লেখা সেই পোস্ট শেয়ার করেছেন মালাইকা।
এদিকে একদিন আগেই অভিনেতা অর্জুন কাপুরও নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে লেখা ছিল, ‘আমাদের জীবনকে আমরা দু’ভাবে বেছে নিতে পারি। এক, আমরা আমাদের অতীতে বন্দী হয়ে থাকতে পারি, নয়ত ভবিষ্যতে নতুন সম্ভাবনার সন্ধান করতে পারি।’
এদিকে অর্জুন কাপুরের এই ইনস্টাস্টোরি দেখার পর থেকেই অনেকেই নিশ্চিতভাবে ধরে নেন যে মালাইকা-অর্জুনের পথ আলাদা হয়েছে। সেই কারণেই এমন পোস্ট করেছেন অর্জুন। যদিও মালাইকার রবিবারের এই ইনস্টাস্টোরি কী উদ্দেশ্যে লেখা তা স্পষ্ট নয়।
তাদের সম্পর্ককে অফিসিয়াল করা মালাইকা এবং অর্জুন তাদের বিচ্ছেদের অভিযোগে খবরে রয়েছেন। ইন্ডিয়া টুডে'র সঙ্গে কথা বলার সময় মালাইকার ম্যানেজার এই গুজবের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই দম্পতির বিচ্ছেদ হয়েছে কিনা জানতে চাইলে ম্যানেজারকে উদ্ধৃত করে বলা হয়, "না না, সব গুজব।
মালাইকা-অর্জুনের বিচ্ছেদ হয়ে গেল?
৩১মে পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে এবং একাধিক সূত্র পোর্টালকে নিশ্চিত করেছে যে মালাইকা এবং অর্জুন তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন। এবিষয়ে একটা সূত্র জানায় যে, 'মালাইকা ও অর্জুনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক ছিল। তাঁরা দুজনেই একে অপরের হৃদয়ে একটা বিশেষ স্থান দখল করে থাকবেন। তবে তারপরেও তাঁরা নিজেদের পথ আলাদা করাই শ্রেয় বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা চান না যে তাঁদের সম্পর্ক নিয়ে কেউ কাদা ছোড়াছুড়ি করুক।
সূত্রটি আরও জানায়, 'মালাইকা-অর্জুনের দীর্ঘ, প্রেমময় সম্পর্ক ফলপ্রসূ ছিল না। তাই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার মানে এই নয় যে, তাঁদের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছে। তাঁরা একে অপরকে শ্রদ্ধা করেন। প্রয়োজনে একে অপরের পাশেও থাকবেন।