বাংলা নিউজ > বায়োস্কোপ > Maialika-Arbaaz Divorce: ‘দাবাং অবধি সব ঠিক ছিল’, আরবাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিল মালাইকাই, তাও কেন টিকল না বিয়ে?

Maialika-Arbaaz Divorce: ‘দাবাং অবধি সব ঠিক ছিল’, আরবাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিল মালাইকাই, তাও কেন টিকল না বিয়ে?

আরবাজকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন মালাইকা আরোরা। 

‘আমরা দুজনেই তখন বিরক্তিকর হয়ে উঠেছিলাম। খিটখিটে, রাগী, নেতিবাচক মানুষ’, আরবাজ খানের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে জানালেন মালাইকা আরোরা নিজের শো-তে। 

শুরুর থেকেই হিট মালাইকা আরোরা-র শো ‘মুভিং ইন উইথ মালাইকা’। প্রথম এপিসোডের অতিথি ছিলেন ফারহা খান। আর প্রথম দিনেই আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের কারণ নিয়ে মুখ খুললেন মাল্লা। এতদিন এই নিয়ে টু শব্দ করেননি, তবে নিজের শো-তেই দিলেন এতদিন ধরে ওঠা সমস্ত প্রশ্নের জবাব। 

মালাইকা বলেন, ‘‘আমিই আরবাজকে প্রপোজ করি। কেউ জানে না। আরবাজ আমাকে প্রপোজ করেনি। আমিই ওকে বলেছিলাম, ‘আমি বিয়ে করতে চাই। তুমি তৈরি তো?’ আর খুব মিষ্টিভাবে ও জবাব দিয়েছিল, ‘তুমি দিন আর জায়গা ঠিক করো’। আসলে আমি তখন নিজের বাড়ি থেকে বের হতে চেয়েছিলাম।’’

মালাইকা নিজের কথায় যোগ করেন, ‘আমি জানি আমি ওকে কতটা ভালোবাসতাম। আমি আজ যা, এর পিছনে ওর সবচেয়ে বড় হাত রয়েছে। ও একজন অসাধারণ মানুষ।’

এত ভালোবাসা হঠাৎ করে কেন শেষ হল তাহলে? সেটাও উঠে এল মালাইকার কথাতে। বললেন, ‘আমরা অনেক ছোট ছিলাম। আমি তো খুবই ছোট ছিলাম। আমার মনে হয় আমিই বদলে গেছি। আমি জীবনে বিভিন্ন জিনিস চেয়েছিলাম। কোথাও আমি অনুভব করছিলাম আমি আমার স্পেস মিস করছি এবং আমাকে এগিয়ে যেতে হবে। আমার মনে হয়েছিল এটা তখনই সম্ভব হবে যখন আমি কিছু বন্ধন ছেড়ে বেরিয়ে আসতে পারব। আমার মনে হয় আমরা এখন মানুষ হিসেবে আরও বেশি ভালো। একে-অপরকে ভালোবাসি আর সম্মান করি আজ আমরা যা সেটার জন্য়। আমাদের একসঙ্গে একটি সন্তান আছে। আর এটা কোনওদিন বদলাবে না। আমার তো মনে হয় আমরা দুজনেই তখন বিরক্তিকর হয়ে উঠেছিলাম। খিটখিটে, রাগী, নেতিবাচক মানুষ।’ মালাইকার কথার প্রত্যুত্তরে ফারহা জবাব দেন, ‘এগুলো শেষের দিকে। দাবাং অবধি সব ঠিকই ছিল। এই বদলটা আমিও লক্ষ্য করেছিলাম।’

এরপরই কেঁদে ফেলেন মালাইকা সেই সময়কে মনে করে, যখন তিনি আর আরবাজ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফারহাকে বলেন, ‘কী জানো তো খুব কম মানুষ আমাকে এটা বলেছিল। তুমি, করণ (জোহর), আর কিছু। বলেছিলে, আমরা তোমাকে ভালোবাসি। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা ভালোবাসব। এটা আমি কখনও ভুলতে পারব না। অনেক বড় ব্যাপার আমার কাছে।’

 

বন্ধ করুন