শুভ জন্মদিন অর্জুন কাপুর। অভিনেতা ২৬ জুন পা রাখলেন ৩৯ বছরে। মঙ্গলবার রাতেই তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্য বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন। নতুন বাবা বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর এবং মাহিপ কাপুর-সহ বেশ কয়েকজন সেলিব্রিটিকে পার্টিতে দেখা গেলেও অর্জুনের কথিত প্রাক্তন মালাইকা অরোরা নিখোঁজ। এমনকী, অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি মালাইকা এখনও।
বেশ কিছুদিন ধরেই তাঁদের ব্রেকআপের গুজব চলছে এবং অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি তা আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন: এয়ারপোর্টে ছবির জন্য চারপাশ থেকে ছেঁকে ধরল ভক্তরা, জড়সড় জাহ্নবী কী করেন তারপর?
মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর, যারা বহু বছর ধরে সম্পর্কে ছিলেন, তাঁরা আলাদা হয়েছেন বলেই জানা গিয়েছে। সম্প্রতি পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়, তাদের 'সম্পর্ক শেষ হয়ে' গিয়েছে। এবং তাঁরা 'সম্মানজনকভাবে' আলাদা হয়েছেন।
আরও পড়ুন: সাদা জামায় যেন মিষ্টি পরী! ‘ডাইনি’-র শ্যুটে ব্যস্ত শ্রুতি, চললেন কোথায়?
যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মালাইকার ম্যানেজার। মালাইকার ম্যানেজার সম্প্রতি ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলার সময় এই গুজবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এই দম্পতির বিচ্ছেদ হয়েছে কি না জানতে চাইলে জবাব এসেছিল, ‘না না সব গুজব’।
এই সবকিছুর মধ্যে, রিয়েলিটি টিভি বিচারক এবং প্রাক্তন ভিজে ২৫ জুন অভিনেতা এবং বিএফএফ কারিশ্মা কাপুরের জন্য একটি মিষ্টি জন্মদিনের পোস্ট শেয়ার করেছিলেন। তবে অর্জুনের নামে দুপুর দেড়টা পর্যন্ত করেননি কোনও উচ্চবাচ্চ।
আরও পড়ুন: ‘বাড়িতে হয় দুর্গা পুজো’, কুকিং শো-য় গোরুর মাংস রান্না শিখলেন সুদীপা, চেখেও দেখেন?
সত্যিই কি বিচ্ছেদ হয়ে গিয়েছে অর্জুন-মালাইকার?
৩১ মে পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, একাধিক সূত্র পোর্টালকে নিশ্চিত করেছে যে মালাইকা এবং অর্জুন তাদের সম্পর্কের ইতি টেনেছেন। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘মালাইকা ও অর্জুনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ছিল এবং তারা দুজনেই একে অপরের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে থাকবেন। তারা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছে এবং এই বিষয়ে ওরা সম্মানজনক নীরবতা বজায় রাখবে। তারা কাউকে তাদের সম্পর্ককে নিয়ে কাঁটাছেড়া করার সুযোগ দেবে না।’
অর্জুন কাপুরের আসন্ন প্রকল্পগুলি
অভিনেতাকে সর্বশেষ ভূমি পেডনেকারের পাশাপাশি দ্য লেডি কিলারে দেখা গিয়েছিল। অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, করিনা কাপুর অভিনীত 'সিংঘম এগেইন' সিনেমাতেও থাকছেন তিনি। খুব সম্ভবত এই সিনেমায় তাঁকে ভিলেনের রোলে দেখা যাবে।