বাবা আর নেই। এই বিষয়টা যেকোনও সন্তানের কাছেই মেনে নেওয়া কঠিন। বাবা অনিল মেহতার মৃত্যুতে তাই ভেঙে পড়েছেন দুই মেয়ে মালাইকা ও অমৃতা। ভেঙে পড়েছেন অনিল মেহতার স্ত্রী জয়েস পলিকার্প। বুধবার ছাদ থেকে ঝাঁপ দেন অনিল মেহতা। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার হল তাঁর শেষকৃত্য।
এদিন মালাইকাকে তাঁর মা ও ছেলেকে নিয়ে বাবার শেষকৃত্যে সামিল হতে দেখা যায়। সেসময় মালাইকা পরেছিলেন সাদা সালোয়ার স্যুট, সঙ্গে কালো সানগ্লাস। মা জয়েস পলিকার্প ও ছেলে আরহান খানের সঙ্গে দেখা গেছে মালাইকাকে। বৃহস্পতিবার অনিল মেহতাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান মালাইকার প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুর সহ আরও কয়েকজন বলি সেলেব।
এদিন দিদিমা জয়েসকে কাঁদতে দেখে তাঁকে জড়িয়ে ধরতে দেখা যায় মালাইকা পুত্র আরহানকে। কাঁদতে কাঁদতেই স্বামীর শেষকৃত্যে যাওয়ার জন্য অপেক্ষারত গাড়িতে উঠলেন জয়েস পলিকার্প। সংবাদমাধ্যমের ক্যামেরা এড়িয়ে মাকে গাড়িতে উঠতে সাহায্য করেন মালাইকা। তাঁদের পিছনে শশ্মানে পৌঁছোন পরিবারের বাকি সদস্য ও বন্ধুরাও। বৃহস্পতিবার অনিল মেহতার শেষকৃত্যে দেখা গিয়েছিল অর্জুন কাপুর, আরবাজ খানের সঙ্গে স্ত্রী শুরা খান এবং অন্যান্যদের।
আরও পড়ুন-৬ তলা থেকে ঝাঁপ, মৃত্যুর আগে শেষ ফোন দুই মেয়ে মালাইকা ও অমৃতাকেই করেছিলেন অনিল! কী কথা হয়?
বৃহস্পতিবার অনিল মেহতার শেষকৃত্যে যেমন হাজির ছিলেন অর্জুন কাপুর তেমনই আবার ছিলেন আরবাজ খান ও তাঁর বর্তমান স্ত্রী শুরা খান এবং অন্যান্যরা।
অনিল মেহতার মৃত্যুতে মালাইকা ও তাঁর শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায় কাছের বন্ধু করিনা কাপুর, করিশ্মা কাপুর, সইফ আলি খান, অনন্যা পান্ডে, কিম শর্মা থেকে শুরু করে বলিউডের অনেকেই। বুধবার রাতে ইনস্টাগ্রামে অনিল মেহতার মৃত্যুতে বিবৃতি দেন মালাইকা। লেখেন,
মালাইকা লিখেছেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা অনিল মেহতা মারা গেছেন। তিনি ছিলেন একজন কোমল আত্মা, একজন নিবেদিত দাদু, একজন প্রেমময় স্বামী এবং আমাদের সেরা বন্ধু। আমাদের পরিবার এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত, এবং আমরা এই কঠিন সময়ে মিডিয়া এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে গোপনীয়তা বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আপনাদের এই বোঝাপড়া, সমর্থন এবং শ্রদ্ধার প্রশংসা করি ’।