বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika Arora-Arjun Kapoor: নিছকই সহবাস নয়, অর্জুনের সঙ্গে এবার ছাঁদনাতলায় যেতে প্রস্তুত, জানালেন মালাইকা

Malaika Arora-Arjun Kapoor: নিছকই সহবাস নয়, অর্জুনের সঙ্গে এবার ছাঁদনাতলায় যেতে প্রস্তুত, জানালেন মালাইকা

মালাইকা-অর্জুন

‘অবশ্যই আমরা বিয়ের জন্য প্রস্তুত। অনেকেই হয়ত ভাবেন মালাইকা হয়ত দ্বিতীয়বার বিয়ে করার মতো পাগলামো করবেন না। তবে এটা একেবারেই সত্যি নয়। কারণ আমি ভালোবাসা, সহচার্য এবং বিয়ে নামক প্রতিষ্ঠানে এখনও বিশ্বাস রাখি।’

‘খান’ পরিবারের সঙ্গে আইনত সম্পর্ক ছেদ হয়েছে সে তো কবেই! ২০১৬ সালেই আরবাজ খানের সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টানেন মালাইকা অরোরা। তারপর কেটে গিয়েছে বেশকয়েকটা বছর। ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। দুজনের কেউই এই সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি। তবে আদৌ বিয়ের পথে কি তাঁরা হাঁটবেন ? নাকি এভাবে পাশাপাশি থেকেই একে অপরের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেবেন? এনিয়ে প্রশ্নের শেষ নেই।

সম্প্রতি অর্জুনের সঙ্গে সম্পর্কের পরবর্তী ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে খোলামেলা কথা বলেছেন মালাইকা। অর্জুন কাপুরের সঙ্গে বিয়ে নিয়ে মালাইকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবশ্যই আমরা বিয়ের জন্য প্রস্তুত। অনেকেই হয়ত ভাবেন মালাইকা হয়ত দ্বিতীয়বার বিয়ে করার মতো পাগলামো করবেন না। তবে এটা একেবারেই সত্যি নয়। কারণ আমি ভালোবাসা, সহচার্য এবং বিয়ে নামক প্রতিষ্ঠানে এখনও বিশ্বাস রাখি।’

<p>মালাইকা-অর্জুন, মালাইকা-আরবাজ</p>

মালাইকা-অর্জুন, মালাইকা-আরবাজ

অর্জুন কাপুরের প্রশংসা করে মালাইকা বলেন, ‘আমার মনে হয় অর্জুন তাঁর বয়সের তুলনায় অনেক পরিণত। ওঁর মধ্যে একটা সুন্দর আত্মা রয়েছে। ও একই সঙ্গে স্বাধীনচেতা আবার সঙ্গীর প্রতি যত্নশীল। ওঁর মতো পুরুষ আজকাল খুব কমই খুঁজে পাওয়া যায়।’ তবে অর্জুনের সঙ্গে ঠিক কবে বিয়ে করবেন সেবিষয়ে প্রশ্ন করা হলে মালাইকা বলেন, ‘এর উত্তর আমি এখনই দিতে পারব না, হয়ত হঠাৎ করেই একদিন করে ফেলব। কারণ, পরিকল্পনা করে কোনও কিছুই সম্ভব নয়। আমার মনে হয় বেশ পরিকল্পনা সব আনন্দকে মাটি করে দেয়।’

মালাইকার এই সাক্ষাৎকারের পরই তাঁর সঙ্গে অর্জুন কাপুরের বিয়ে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। মালাইকা না বললেও সকলেই তাঁদের বিয়ের তারিখটা ঠিক কবে তা জানতে ভীষণভাবেই উৎসাহী। প্রসঙ্গত ১৯৯৮-এ বিয়ে করেছিলেন মালাইকা অরোরা ও আরবাজ খান। দীর্ঘ ১৮ বছর পর দাম্পত্য জীবনে ইতি টানের তাঁরা। তাঁদের ২০ বছরের এক সন্তানও রয়েছে। নাম আরহান খান।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন