বাংলা নিউজ > বায়োস্কোপ > আরবাজ-জর্জিয়ার ব্রেকআপের খবর ছেলের থেকে পেয়েছেন? এসব নিয়ে যা বললেন মালাইকা

আরবাজ-জর্জিয়ার ব্রেকআপের খবর ছেলের থেকে পেয়েছেন? এসব নিয়ে যা বললেন মালাইকা

আরবাজ-জর্জিয়া-মালাইকা।

আরবাজ-জর্জিয়ার ডিভোর্স নিয়ে মালাইকা আরোরা মুখ খুললেন নিজের শো ‘মুভিং ইন উইথ মালাইকা’-তে। কী জানালেন?

আপাতত খবরে রয়েছেন মালাইকা আরোরা তাঁর শো ‘মুভিং ইন উইথ মালাইকা’র কারণে। সম্প্রতি তাঁর শো-তে অতিথি হিসেবে এসেছিলেন করণ জোহর। সেখানেই ফাঁস হল অনেক গোপন কথা। আর তখনই আরবাজ ও তাঁর প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানির ব্যাপারে মুখ খুললেন মাল্লা।

করণ জোহর সরাসরি মালাইকাকে প্রশ্ন করলেন, ‘আরবাজের সঙ্গে এখন তোমার কেন সম্পর্ক, অনেকদিন এই ব্যাপারে আমরা কথা বলিনি’! তাতে মালাইকা জবাব দেন, ‘ভালো, এখন অনেকটাই ভালো’। এরপর করণ আবার প্রশ্ন করেন, ‘দিনকয়েক আগে যখন আরবাজের ব্রেকআপ হল তখন কি তুমি ম্যাসেজ করেছিলে? এরকম লেখালেখি হয়েছিল। যদিও ঠিক জানি না।’

তাতে মালাইকার জবাব, ‘আমিও জানি না। সত্যি বলতে আমি কখনও প্রশ্নও করি না। আমি আরহান (মালাইকা-আরবাজের ছেলে)-কেও এরকম প্রশ্ন করি না ‘কী চলছে জীবনে’ জাতীয় কথা! আমার শুধু মনে হয় একটা নির্দিষ্ট জায়গা কখনও পার করব না। আমি এমন অনেক ডিভোর্সড কাপল আছে যারা বাচ্চাদের থেকে তথ্য সংগ্রহ করে। আমি ওই দলে নেই। আমি এসবের থেকে দূরেই থাকি।’

১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন মালাইকা আর আরবাজ। ২০১৬ সালের ২৮ মার্চ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। এবং অফিসিয়ালি ডিভোর্স হয় ২০১৭ সালের ১১ মে। তারপর অর্জুন কাপুরের সঙ্গে প্রেম হয়। খবর খুব জলদিই হয়তো তাঁরা বিয়ে করবেন। 

অন্য দিকে, আরবাজ দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন ইতালির মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে। খান পরিবারে জর্জিয়ার ঘনঘন যাতায়াত। সলমনদের যে কোনও অনুষ্ঠানেও থাকেন। 

 

বন্ধ করুন