অভিনেত্রী মালাইকা অরোরা চলতি বছরের সেপ্টেম্বরে তাঁর বাবা অনিল মেহতাকে হারিয়েছেন। অনিল তাঁর বান্দ্রার বাড়ির বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন এবং পুলিশ এটিকে আত্মহত্যা বলে ঘোষণা করে। এই ক্ষতি কীভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে প্রভাবিত করেছিল, সে সম্পর্কে মালাইকা সোচ্চার ছিলেন। তবে বাবার মৃত্যুর এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি কাজে ফিরলেন। এখন, একটি নতুন বিবৃতিতে অভিনেত্রী বলেছেন যে, কাজ পুনরায় শুরু করা তাঁকে তাঁর মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করেছে।
বাবার মৃত্যুর পর ফের কাজ শুরু করার কথা বলতে গিয়ে মালাইকা বলেন, ‘আমাদের সকলকে এগিয়ে যেতে হবে... আমার বাবা আমার কাছে এটাই চেয়েছিলেন।এটি সহজ ছিল না, তবে নিজেকে নিরাময়ের জন্য জায়গা দেওয়া গুরুত্বপূর্ণ। কাজে ফিরে আসা আমাকে মনোনিবেশ করতে, আমার মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং আমার মা এবং পরিবারের যত্ন নেওয়ার স্বচ্ছতা দেয়।’
অনিল মেহতার মৃত্যুর যখন তদন্ত যখন চলছিল, তখন মালাইকা ভক্ত এবং মিডিয়াকে তাঁর পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করেছিলেন। অভিনেতা অক্টোবরে নিজের ৪৯ বছরের জন্মদিনও কাটান একদম নিরিবিলিতে।
সূত্রের খবর, বর্তমানে মালাইকাই একাধিক প্রজেক্টে কাজ করছেন, একাধিক ব্র্যান্ডের হয়ে শ্যুটিং করছেন। এছাড়াও, তিনি রিয়েলিটি শো, ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার-এ বিচারক হিসাবে উপস্থিত হতে চলেছেন এবং একটি স্টার্টআপ-কেন্দ্রিক সিরিজে ব্যবসায়িক বিনিয়োগকারী হিসাবেও উপস্থিত হবেন। তবে অভিনেত্রী বলেছেন যে আরও একটি প্রকল্প নিয়ে আসছেন তিনি, যা তাঁর হৃদয়ের কাছাকাছি। ‘আমি যে ব্র্যান্ডগুলির সঙ্গে কাজ করছি সেগুলি সম্পর্কে আমি রোমাঞ্চিত এবং আমার সৃজনশীল দিকটা অন্বেষণ করতে আগ্রহী। আমি বিশেষ কিছু নিয়েও কাজ করছি যা আমি শীঘ্রই ঘোষণা করব - এটি আমার বাবার প্রতি শ্রদ্ধা হতে চলেছে’, বলেন মালাইকা।
গত ১১ সেপ্টেম্বর মুম্বইয়ে মারা যান মালাইকার সৎ বাবা অনিল মেহতা। পুলিশ সূত্রে খবর, বান্দ্রার ফ্ল্যাটেই আত্মঘাতী হন তিনি।ওই সপ্তাহেই মুম্বইয়ের সান্তাক্রুজ হিন্দু শ্মশানে অনিলকে সমাহিত করা হয়। শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন সদস্যও।