বড় সেলিব্রিটি মানেই সাধারণত বিমানেই যাত্রা করে থাকেন কিংবা গাড়িতে। এমনটাই ধারণা আম-আদমির। বিশেষ করে বলি সেলেবরা কখনও শ্যুটিংয়ের প্রয়োজন ছাড়া এদেশের ট্রেনে চড়েছেন, তেমনটা তো সেভাবে দেখা যায়না। তবে মালাইকা চড়লেন। কী অবাক হচ্ছেন? মালাইকা অরোরার কথাই বলছিলাম।
গত বৃহস্পতিবার ভারতীয় রেলের একটা বার্থে শুয়ে সেলফি তুলতে দেখা গিয়েছিল মালাইকাকে। এই ছবিটি নিজেই নিজের ইনস্টাস্টোরিতে পোস্ট করেছিলেন বলিউডের এই তারকা ব্যক্তিত্ব। ঠিক যেমনটা ট্রেনের ফার্স্টক্লাস কামরার বিছানা হয়, তেমনই। ট্রেনের সাদা বিছানা ও বালিশে কম্বল চাপা দিয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁরে। তাঁর বাঙ্কের পাশে টিফিন, টিস্যু বক্স রাখা ছিল। মুখে ফেস মাস্ক লাগি ত্বকের যত্ন নিতে ব্যস্ত ছিলেন তিনি। এমনই ছবি পোস্ট করে মালাইকা লিখেছিলেন, ‘Make it Posh’ (একচু থামুন)।
আরও পড়ুন-ই মেয়ে ও তাঁদের বন্ধুদের সঙ্গে হাউস পার্টি, একী নাচ বিরসা-বিদীপ্তার, হাজির মেঘলার প্রেমিক!

আর এবার ট্রেন যাত্রার গোটা একটা ভিডিয়ো পোস্ট করলেন 'মাল্লু'। এরপর ২৬ নভেম্বর মঙ্গলবার চলন্ত ট্রেনে জীবনের সেরা মুহূর্ত কাটানোর এক টুকরো ভিডিয়ো পোস্ট করেছেন মালাইকা অরোরা। যেখানে তাঁকে খোশ মেজাজে সময় কাটাতে দেখা যাচ্ছে। কখনও বসে জানালার দিকে তাকিয়ে, কখনও বা ক্ষণিক ঘুমিয়ে নিয়ে, মাঝে রূপচর্চাও সেরে ফেলেন। এরই মাঝে তাঁর টিমের সদস্যদের ট্রেনেক কামরার মধ্যেই জমিয়ে পেটপুজো করতে দেখা যাচ্ছে। ডায়েট ভুলে মুখোরচক খাবার খেতে দেখা যাচ্ছে অভিনেত্রীকেও।
ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে মালাইকা লিখেছেন, ‘এক হাতে ডাব্বা, মুখে মুখোশ নিয়ে আমার সেরা জীবন যাপন, আর আমার দলের লোকজনের খাবার নিয়ে কাড়াকাড়ি, ঠিক যেন হাঙ্গার গেমস। আপনি যখন চলন্ত ট্রেনে স্ন্যাকস, স্কিনকেয়ার এবং স্কোয়াড ড্রামা পয়ে যান, তখন কার আর ছুটির প্রয়োজন?’
মালাইকার পোস্ট করে এই ভিডিয়োর নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘কী দেখছি! আপনি ট্রেনে যাত্রা করছেন! ভগবান, ভারতীয় রেল যদি মালাইকার মতো সুন্দর হত!’ আরও একজনের দুষ্টু প্রশ্ন, ‘ম্যাম ফার্স্ট ক্লাস কামরার বাথরুমেও মগ চেন দিয়ে বাঁধা থাকে নাকি?’ কারোর আবার মন্তব্য, ‘দারুণ সুন্দর পরিবেশ!’ কারোর কথায়, ‘আপনি ট্রেনের ভিতরে কী করছেন? আপনার তো ট্রেনের মাথায় ছাঁইয়া ছাঁইয়া নাচ করার ছিল।’ কারোর মন্তব্য, ‘বেশ ভালো লাগলো কিন্তু আপনাকে এদেশের ট্রেনে চড়তে দেখে…’। কেউ আবার শাহরুখের সিনেমার চরিত্রের কথা মনে করে লিখেছেন 'ট্রেনে আমি আপনার সঙ্গে নয়, একমাত্র রাহুল-এর সঙ্গে যেতে রাজি।' এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
তবে মালাইকা ঠিক কেন ট্রেনে চড়েছেন? বা ট্রেনে চড়ে তিনি কোথায় যাচ্ছেন সেবিষয়টি স্পষ্ট নয়। নাকি ইন্ডিয়ান রেলের কোনও বিজ্ঞাপনের জন্য তাঁর এই সফর কিনা তাও জানা যায়নি।