মাখনের মতো জীবন আরবাজ খানের। সোনার কপাল এই বলি অভিনেতার। মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ইতালিয়ান এই মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ খান। মালাইকার থেকে কম সুন্দরী নন জর্জিয়া। দেখুন-
1/8ইতালির মডেল জর্জিয়া আন্দ্রিয়ানি। অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই নাকি জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরবাজ খান। আরবাজ-জর্জিয়ার সম্পর্ক বলিউডের অন্যতম চর্চার বিষয়।
2/8মালাইকার মতোই ফিটনেস ফ্রিক জর্জিয়া। নিজেকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করেন তাঁরা। আরবাজ ও জর্জিয়াকে বলিউডের নানা পার্টিতে একসঙ্গে দেখা যায়।
3/8মালাইকা আরবাজের প্রাক্তন স্ত্রী। জর্জিয়া আরবাজের বর্তমান প্রেমিকা। ইতালিয়ান এই মডেল অপূর্ব সুন্দরী। জর্জিয়া তার সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের ছবি পোস্ট করেন।
4/8মালাইকা এবং জর্জিয়া উভয়েই গ্ল্যামারাস এবং সোশ্যাল মিডিয়াতে তাঁদের অনুরাগী সংখ্যা অজস্র। জর্জিয়া অনেক গানে হাজির হয়েছেন। ভারতেও তাঁর ফ্যান ফলোয়িং ভালো হচ্ছে।
5/8আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন মালাইকা। অর্জুন কাপুরকে ডেট করছেন তিনি।
6/8আরবাজও দীর্ঘদিন ধরে জর্জিয়ার সঙ্গে রয়েছেন এবং দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। এক সাক্ষাৎকারে আরবাজ খান জানিয়েছেন, বর্তমানে রিলেশনশিপে অত্যন্ত খুশি।
7/8জর্জিয়া এখনও পর্যন্ত ‘ওয়েলকাম টু’, ‘বজরংপুর’ এবং ‘শাহবাজ বাদশা লিটল স্টারে’ হাজির হয়েছেন। যদিও এই জুটি কবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন সেই সম্পর্কে কিছুই স্পষ্ট করে জানাননি।
8/8মালাইকাকে অনেক শোতে বিচারক হিসেবে দেখা যায়। এছাড়াও তিনি অনেক ফ্যাশন শোতে উপস্থিত হন।