অনেকেই বলেন, সময় নদীর স্রোতের মতো। কোথা দিয়ে কখন যে তা পার হয়ে যায়, বলা বড়ই মুশকিল। কোনওকিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে পার বয়ে যায় সময়। ঠিক সেভাবেই জন্মের পর কখন যে ধীরে ধীরে অনেকটা বড় হয়ে উঠেছে তাঁর আদরের ছোট্ট আরহান, বুঝতেই পারেননি মা মালাইকা অরোরা।
হ্য়াঁ, ৯ নভেম্বর, শনিবার ২২ বছরের পা রাখল আরবাজ-মালাইকার আদরের একমাত্র সন্তান আরহান। ছেলের জন্মদিনে আবেগঘন একটা পোস্ট করেছেন মালাইকা অরোরা। পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। প্রথম ছবিতেই স্কুল থেকে ফেরা ছোট্ট আরহানকে বুকে টেনে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে মালাইকাকে। আবার ঠিক পরের ছবিতেই আরহান অনেকটাই বড়। ছেলের সঙ্গে বিদেশে বেড়ানোর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তৃতীয় ছবিতে রয়েছে দুই সময়কালের ছবি। ডানদিকে মায়ের কোলে এক্কেবারেই ছোট্ট আরহান। আর ডানদিকে কিশোর আরহান। চতুর্থ ছবিটি আরহানের বর্তমান সময়ের। পোষ্য়কে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে মালাইকা পুত্রকে।
ছবিগুলি পোস্ট করে মালাইকা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে (জন্মদিনের কেক) মাম্মা তোমাকে সবচেয়ে বেশি ভালবাসে (লাল হৃদয় ইমোজি)।
আরও পড়ুন-‘হয়ত মা থাকলে বিষয়গুলি আমার কাছে আরও একটু সহজ হত…’ ছোট্ট ধীরকে বড় করা নিয়ে আবেগঘন ঋদ্ধিমা
ছেলের মালাইকার জন্মদিনে মালাইকার এই পোস্টে সঞ্জয় কাপুর, শ্বেতা বচ্চন, সীমা সাচদেহ, চাঙ্কি পাণ্ডে, শিবানী দান্ডেকর এবং সুজান খান সহ বলিপাড়া বহু সেলেবই আরহানকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইঙ্কল খান্না লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘লোকে যাই বলুক না কেন, মাল্লা একজন ভালো মা।’ আরও একজন ‘এত সুন্দর ছবি! শুভ জন্মদিন আরহান।’
আরহান
আরহান হল মালাইকা ও তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খানের ছেলে। ২০০২ সালে মালাইকা-আরবাজের জীবনে আসে আরহান। সেসময় তাঁরা ছিল সুখী দম্পতি। ২০১৬ সালে বিবাহ-বিচ্ছেদ আরবাজ ও মালাইকার। ১৯ বছর ধরে বিবাহিত জীবন ছিল তাঁদের। ২০১৭ সালে তাঁদের আইনি বিচ্ছেদ হয় তাঁদের। তবে তারপরও ছেলে আরহানকে কো-প্যারেন্টিং করছেন তাঁরা। যদিও মালাইকার এক সাক্ষাৎকারে বলেছিলেন ‘আরহানকে কো-প্যারেন্টিং করা প্রথম দিকে একটু কঠিন ছিল। অনেক পরে গিয়ে তা সহজ হয়’।
এদিকে বর্তমান আরহান বিদেশে পড়াশোনা করছেন।জানা যাচ্ছে, তিনি আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। এদিকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা আরবাজ খানও।