বুধবার বাবার আকষ্মিক খবরে বিধ্বস্ত মালাইকা অরোরা ও তাঁর পরিবার। মালাইকার বাবার মৃত্যু কোনও স্বাভাবিক মৃত্যু নয়। নিজের আবাসনের ৬তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় অনিল মেহতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ, তবে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
এদিকে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, আত্মহত্যার আগে দুই মেয়েকেই শেষ ফোন করেছিলেন অনিল মেহতা। মালাইকা ও অমৃতাকে ফোনে ঠিক কী বলেছিলেন অনিল মেহতা?
সূত্রের খবর, দুই মেয়ে মালাইকা ও অমৃতাকে অনিল বলেন, ‘আমি অসুস্থ ও ক্লান্ত।’ ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে 'অনিল মেহতা ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ আগে দুই মেয়ের সঙ্গে যোগাযোগ করেন। সেসময় মালাইকা পুনের একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন। যদিও Hindustantimes.com এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
এদিকে বাবার মৃত্যুর পর বুধবার রাতেই ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন মালাইকা অরোরা। মালাইকা লেখেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের খুব কাজের মানুষ, আমার বাবা অনিল মেহতা আর নেই। তিনি ছিলেন একজন কোমল আত্মা, একজন নিবেদিত দাদা, একজন প্রেমময় স্বামী এবং আমাদের সেরা বন্ধু।’
মালাইকা আরও লেখেন, ‘আমাদের পরিবার এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত। আর এই কঠিন সময়ে মিডিয়া ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে গোপনীয়তা বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা যে সেটা বুঝেছেন, আমাদের পাশে থেকেছে, আমাদের এই সিদ্ধান্তে শ্রদ্ধা বজায় রেখেছেন, তার জন্য আমরা আপনাদের প্রশংসা করি। জয়েস, মালাইকা, অমৃতা, শাকিল, আরহান, আজান, রায়ান, ক্যাসপার, এএক্সএল, ডাফি ও বাডি-র তরফে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এদিকে মালাইকার শোকাহত পরিবার ও বাড়ির সামনে পাপারাৎজি ক্যামেরা তাক করে রাখায় তাঁদের তোপ দাগেন অভিনেতা বরুণ ধাওয়ান। মালাইকা ও তাঁর শোকাহত পরিবারের দিকে ক্যামেরা তাক করার জন্য পাপারাৎজিকে 'অসংবেদনশীল' বলে অভিহিত করেন বরুণ। ইনস্টাগ্রাম স্টোরিজে তিনি লেখেন, 'যাঁরা শোকাহত তাঁদের মুখের দিকে ক্যামেরা তাক করা সবচেয়ে অসংবেদনশীল বিষয়। (হাত জোড় করা ইমোজি) ভেবে দেখুন, আপনারা কী করছেন! আপনি যখন ছবি তুলছেন, তখন কেউ কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা ভাবুন। আমি বুঝতে পারছি এটা আপনাদের কাজ, কিন্তু কখনও আপরপ্রান্তের মানুষ হয়তো (হাত জোড় করার ইমোজি) ঠিক নাও হতে পারে... মানবতা'।
এদিকে বুধবার ঘটনার পর ম্বইয়ের বান্দ্রায় মালাইকা অরোরার বাবার বাড়িতে পৌঁছে যান বন্ধু কারিনা কাপুরও। তাঁর সঙ্গে স্বামী অভিনেতা সইফ আলি খানও উপস্থিত ছিলেন।
অর্জুন কাপুর, মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান, চাঙ্কি পান্ডে ও তাঁর মেয়ে অনন্যা পান্ডে সহ বেশ কয়েকজন সেলিব্রিটিকে মালাইকা এবং অমৃতার বাবা-মায়ের বাড়িতে পৌঁছ যেতে দেখা গেছে। আরবাজের বাবা-মা সালমা ও মা সেলিম খান সহ পরিবারের অন্যান্যদেরও বুধবার সেখানে দেখা গিয়েছে।