সম্প্রতি ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মালাইকা আরোরার বাবা অনিল মেহতা। আর এরপরই এক এক করে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম প্রশ্নই ছিল মালাইকার পদবী যদি আরোরা হয়, তবে তাঁর বাবার পদবী কেন মেহতা? তার মধ্যে মালাইকা বাবার মৃত্যুর পর যে পোস্ট শেয়ার করেছেন সেখান থেকেই জানা গিয়েছে মৃত্যুকালে তাঁর বাবা বয়স হয়েছিল মাত্র ৬২ বছর। অন্যদিকে আর কিছুদিন পরই ৫১ এ পা দেবেন নায়িকা। তাহলে বাবার সঙ্গে তাঁর মাত্র ১২ বছরের ফারাক? এটা কী করে সম্ভব? এই সমস্ত প্রশ্ন ওঠার পরই একাধিক তথ্য জানা গেল।
কী কী জানা গেল মালাইকা আরোরার পরিবারের ইতিহাস সম্পর্কে?
মালাইকা আরোরার জন্মদাতার নাম অনিল আরোরা। তবে অভিনেত্রীর বয়স যখন মাত্র ১১ বছর তখন তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রী মা জয়েস পলিকার্পের। অভিনেত্রীর জন্মদাতা ভারতীয় নেভিতে কাজ করতেন। তাঁর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অনিল মেহতাকে বিয়ে করেন জয়েস। তবে তাঁর সঙ্গেও পরে ডিভোর্স হয়ে যায় তাঁর। কিন্তু তার সত্বেও তাঁদের মধ্যে সুসম্পর্ক ছিল। এমনকি বিগত কয়েক বছর ধরে একসঙ্গে থাকছিলেন তাঁরা।
মালাইকার মায়ের পরিচয়
জয়েস পলিকার্প যে কেবলই মালাইকা এবং অমৃতার মা সেটা নন। তিনি নিজে একজন শেফ। তিনি বিভিন্ন ধরনের রান্না করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করেন নেন। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৪০ হাজার ফলোয়ার্স আছে।
কী জানা গিয়েছে অনিলের মৃত্যু প্রসঙ্গে?
মুম্বই পুলিশের তরফে এই বিষিয়ে জানানো হয়েছে প্রাথমিক অনুসন্ধানের পর তাঁদের মনে হয়েছে অনিল মেহতা আত্মহত্যাই করেছেন। কিন্তু কেন সেই কারণ এখনও স্পষ্ট নয়। এমনকি কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। অন্যদিকে মালাইকার মা জয়েস পলিকার্প জানিয়েছেন অনিল মেহতা রোজ সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন। এদিনও তাই করছিলেন। কিন্তু বুধবার সকালে তিনি ঘরের মধ্যে অনিলের হাওয়াই চপ্পল দেখলেও তাঁকে দেখতে পান না। তখন বারান্দায় এসে খোঁজেন। সেখানেও তাঁকে না দেখে নিচ্ছে ঝুঁকে দেখতে গেলে দেখে নিচে পড়ে রয়েছে মালাইকার বাবার নিথর দেহ।
আরও পড়ুন: মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ কাউকে ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না'
অনিলের মৃত্যুর খবর পেয়ে সেদিন পুনে থেকে ছুটে আসেন মেয়ে মালাইকা। সৎ বাবা হলেও অনিল মেহতাকে তিনি এবং তাঁর বোন বাবা বলেই ডাকতেন। একই সঙ্গে এমন দুঃসময়ে প্রাক্তনের পাশে এসে দাঁড়ান আরবাজ খান। বাদ যাননি প্রেমিক অর্জুন কাপুরও।