বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika Arora and Arbaaz Khan: ছেলেকে বিমানবন্দরে ছাড়তে একসঙ্গে মা-বাবা, মালাইকা-আরবাজকে নিয়ে কী বলছেন সবাই

Malaika Arora and Arbaaz Khan: ছেলেকে বিমানবন্দরে ছাড়তে একসঙ্গে মা-বাবা, মালাইকা-আরবাজকে নিয়ে কী বলছেন সবাই

বিমানবন্দরে মালাইকা এবং আরবাজ।

Malaika Arora and Arbaaz Khan: ছেলে আমেরিকায় যাচ্ছে। তাকে বিমানবন্দরে ছাড়তে হাজির মালাইকা এবং আরবাজ। কী বলছেন নেটজেনরা?

বুধবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে হাজির মালাইকা অরোরা এবং আরবাজ খান। এ কী কাণ্ড! এত দিন পরে হঠাৎ একসঙ্গে বিমানবন্দরে কেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত অনেকেই। কিন্তু তার পরে জানা গেল আসল কারণ।

প্রাক্তন দম্পতি সেখানে তাঁদের ছেলে আরহান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আমেরিকায় রওনা হচ্ছিলেন আরহান। আর সেই কারণেই বিমানবন্দরে হাজির হয়েছিলেন দু’জনে। অনেকেই মালাইকা এবং আরবাজের এই আচরণের প্রশংসা করেছেন। তাঁরা বলেছেন, মা-বাবা হিসাবে যে এই দু’জন দায়িত্ববান, তা প্রমাণিত। 

মালাইকা ক্যাজুয়াস শার্ট, শর্টস এবং স্নিকার্স পরেছিলেন। আরবাজ খান বেইজ প্যান্টের সঙ্গে একটি শার্ট পরেছিলেন। আরহানকে কালো টি-শার্ট, জ্যাকেট ও ট্রাউজারে দেখা গিয়েছে। মালাইকা এবং আরবাজ তিন জন বেশ কিছু ক্ষণ একসঙ্গে কথাবার্তাও বলেন। সে ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা আরহানকে আলিঙ্গন করেন।

মালাইকা এবং আরবাজ ১৯৯৮ সালে বিয়ে করেন। প্রায় ১৮ বছর এক সঙ্গে থাকার পর, তাঁরা ২০১৬ সালের মার্চে তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেন। আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয়। আরহান তাঁদের একমাত্র সন্তান।

মালাইকা এখন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। আরবাজও মডেল-অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানা গিয়েছে।

আরহানের সঙ্গে মালাইকা এবং আরবাজের কথোপকথন ইনস্টাগ্রামে এক আলোকচিত্রী শেয়ার করেছেন। একজন সেই ভিডিয়োতে মন্তব্য করেছেন, ‘ভালো লাগছে ওঁদের একসঙ্গে দেখে।  যদিও ওঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে, তাঁর পরেও একসঙ্গে দেখে ভালো লাগছে।’ 

অন্য একটি মন্তব্যে হল, ‘একটি সুন্দর পরিবার। যদিও পরিবারটি আর নেই।’ একজন ব্যক্তি লিখেছেন, ‘বুদ্ধিমান পিতামাতা, ইগো নেই কোনো।’ অন্য একজন বলেছেন, ‘অসুখী বিয়ের চেয়ে, সুখী বিচ্ছেদ ভালো।’ একজন ব্যক্তি মালাইকার পোষা কুকুর ক্যাসপার সম্পর্কেও মন্তব্য করেছেন, ‘ছবিতে এট সবচেয়ে সুন্দর।’

আরহান গত বছর আমেরিকায় চলে যান। এবার তিনি কিছু দিনের জন্য দেশে এসেছিলেন। 

বন্ধ করুন