রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছিল ক্রিকেট বিশ্ব। আর সেই ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন পাকিস্তানি সমাজ সংস্কারক মালালা ইউসুফজাই।
তবে ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে তিনি একা ছিলেন না। তাঁর সঙ্গে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলেছিল তাঁর স্বামীরও। ম্যাচ শুরুর আগে স্টেডিয়াম থেকে নিজেদের ছবি শেয়ার করে আসের মালিক তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'আমি স্বপ্ন দেখার সাহস করেছি।'
আরও পড়ুন: 'পদাতিক' মুক্তির আগেই সুখবর দিলেন সৃজিত! ছবির মুকুটে লাগল কোন পালক?
খেলার মাঠে তাঁদের ছবিটি এক্সে প্রকাশ্যে আসতেই, তা দেখে অনেকেই নানা মন্তব্য করেন। একজন লেখেন, 'মালালা ইউসুফজাই তাঁর স্বামীর সঙ্গে পাকিস্তানকে সমর্থন করতে এসেছেন, দেখেও ভালো লাগল।' অন্য আরক এক্স ব্যবহারকারী লেখেন, 'পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান মালালা ইউসুফজাই ও স্বামী আসের মালিকের ছবিটি শেয়ার করে নিয়েছেন।'
প্রসঙ্গত, ২৬ বছর বয়সী আসের মালিকের সঙ্গে ২০২১ সালের নভেম্বর মাসে মালালা ইউসুফজাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ ভারত-পাকিস্তান ম্যাচ
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ শুরুর আগেই পাকিস্তানের ভক্তদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এর কারণ হল, চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আমেরিকার কাছে সুপার ওভারে হারতে হয়েছিল পাকিস্তানকে। কিন্তু প্রতি ওভার এবং প্রতি বলের সঙ্গে ম্যাচটির চরিত্র যেভাবে পাল্টে যাচ্ছিল, তাতে অনেকেই ভেবেছিলেন ভারতের হার মনে হয় নিশ্চিত, কেউ আন্দাজই করতে পারেননি শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কী হতে চলেছে। কোন দল জিততে চলেছে তাও আন্দাজ করা কঠিন হয়ে পড়ছিল। কিন্তু খুব অপ্রত্যাশিত ভাবেই জয় আসে ভারতের হাতের মুঠোয়।
ঋষভ পন্ত ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেন এবং স্টাম্পের পিছনে তিনি ৩টি দুর্দান্ত ক্যাচ নেন। অন্যদিকে, পাকিস্তানের নাসিম শাহ এবং হারিস রউফ তিনটি করে উইকেট নিয়ে এক ভারতকে জলদিই ধরাশায়ী করে দেয়। এর ফলে ঋষভ পন্তের এই সাহসী প্রচেষ্টা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে অপ্রতিরোধ্য ১১৯ রান করার জন্য মধ্য-ইনিংস সমস্যার মুখে পড়ে ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত তার সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর রেকর্ড করে। ভারত মাত্র ৬ রানে ম্যাচটি জেতে।