বাংলা নিউজ > বায়োস্কোপ > Malayalam actor Anicka Vikhraman: মেরে মুখ ফুলিয়ে দিয়েছে প্রেমিক, চোখে কালসিটে! ছবি শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী

Malayalam actor Anicka Vikhraman: মেরে মুখ ফুলিয়ে দিয়েছে প্রেমিক, চোখে কালসিটে! ছবি শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী

মারধর করেছে প্রেমিক, ছবি দিলেন অভিনেত্রী অনিকা বিক্রমণ।

মালায়ালাম অভিনেত্রী অমারনিকা বিক্রমন তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। মারধরের ফলে মুখে আঘাত পাওয়ার ছবি শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে। 

মালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমন তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরে থাকা একাধিক আঘাতের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। অভিনেত্রী দাবি করেছেন যে, তাঁর প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাঁকে লাঞ্ছিত করেছে এবং তিনি এই নিয়ে পুলিশের কাছে মামলা দায়ের করেছেন। বর্তমানে, খবরটি ব্যাপকভাবে নজর কেড়েছে এবং অনিকার ক্ষতবিক্ষত মুখের ছবি ভাইরাল হয়েছে চারিদিকে।

অনিকা তার ফেসবুক হ্যান্ডেলে জানিয়েছেন, তাঁর প্রাক্তন প্রেমিক প্রতিদিন তাঁকে লাঞ্ছনা ও হয়রান করেছে। মুখে আঘাতও করেছে। লেখেন, ‘আমি অনুপ পিল্লাই নামে একজনের প্রেমে পড়েছিলাম। সে আমাকে গত কয়েক বছর ধরে মানসিক ও শারীরিকভাবে নিপীড়ন করেছে। এমন মানুষ কখনও দেখিনি। এত কিছু করার পরও সে আমাকে ভয় দেখাচ্ছে। আমি কখনও খারাপ স্বপ্নেও ভাবিনি সে আমার সঙ্গে এসব করবে। দ্বিতীয়বার আমি বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ করি যে সে আমাকে মারধর করেছে। প্রথমবার যখন সে আমাকে চেন্নাইতে মারধর করেছিল, তখন সে আমার পায়ের কাছে পড়ে কেঁদেছিল।’

অভিনেত্রী আরও শেয়ার করেছেন যে, তাঁর প্রেমিক সর্বদা তাঁর চ্যাট, ল্যাপটপ এবং ইত্যাদির উপর নজর রাখতেন। সে আমাকে অনুরোধ করার পরে তাঁকে ক্ষমা করা তাঁর জন্য বোকামি ছিল। পরে যদিও তিনি চেন্নাইতে পুলিশের কাছে পৌঁছন কিন্তু পুলিশের লোকেদের সমর্থন পেয়ে তাঁর প্রেমিক আরও বেশি করে মারধর করেন।

নিজের সোশ্যাল পোস্টে তিনি আরও যোগ করেন, ‘এই ঘটনাগুলি পিছনে ফেলে আসার পরেও আমি হুমকিমূলক ফোন কল পেয়েছি, আমাকে এবং আমার পরিবারকে ক্রমাগত হেয় করা হচ্ছে। আমার উপর আমার প্রাক্তন প্রেমিকের আক্রমণের আগে শেষ ছবিটি ক্লিক করা হয়েছিল। আমি আমার চুল কাটা তাঁকে দেখাতে খুব উত্তেজিত ছিলাম। যাই হোক এটা অতীতে। আমি এই সপ্তাহ থেকে ছবি পোস্ট করা শুরু করব। আমি এখন পুরোপুরি সুস্থ হয়েছি এখন আমি শ্যুটিং শুরু করেছি আশা করি এখন সবকিছু ঠিক হয়ে যাবে।’

অনিকা বিক্রমন মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির একজন উঠতি অভিনেত্রী। তিনি ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন। অভিনেত্রী বিষমকরণ (২০২২), আইকেকে (2২০২১) এবং এঙ্গা পাত্তান সোথু (২০২১)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন