বাংলা নিউজ > বায়োস্কোপ > Jaison Joseph death: ফাঁকা ফ্লাটে উদ্ধার প্রযোজকের নিথর দেহ, মৃত্যু ঘিরে রহস্যের জাল

Jaison Joseph death: ফাঁকা ফ্লাটে উদ্ধার প্রযোজকের নিথর দেহ, মৃত্যু ঘিরে রহস্যের জাল

মলয়ালম সিনেমা প্রযোজক জেসন জোসেফের মৃতদেহ কোচির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার।

Malayalam film producer Jaison Joseph death: কোচির এক ফ্ল্যাট থেকে উদ্ধার মলয়ালম সিনেমা প্রযোজক জেসন জোসেফের মৃতদেহ উদ্ধার। গত ৫ ডিসেম্বর তাঁর দেহ উদ্ধার হয়। একাধিক জনপ্রিয় মলিউড সিনেমা প্রযোজনার পাশাপাশি কেরালা প্রযোজক সমিতির সদস্য ছিলেন তিনি। 

ফাঁকা ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার দক্ষিণী সিনেমার প্রযোজকের। কোচির পনমপল্লী নগরের কাছে নিজের অ্য়াপার্টমেন্ট থেকে উদ্ধার হয় প্রযোজক জেসন জোসেফের মৃতদেহ। বয়স ৪৪ বছর। আবাসনের বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান তাঁরা। নিকটবর্তী হাসপাতাল দেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই জেসন জোসেফকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন: মালাবদল, সিঁদুর পরানো, ১৪ বছরের বিবাহবার্ষিকী হই হই করে কাটালেন বিশ্বনাথ-দেবিকা

জানা গিয়েছে, বিদেশে থাকে প্রযোজকের স্ত্রী এবং মেয়ে। বিগত দু'দিন ধরে জেসনের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। ফোন বার বার ‘পরিষেবা সীমা বাইরে’ বলছি। এরপরই পরিবারের তরফে আবাসনর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। আবাসনের কর্তৃপক্ষ খোঁজ নিলে বিষয়টি প্রকাশ্যে আসে। 

‘জামনা পিয়ারি’ এবং ‘লাভা কুশা’-এর মতো একাধিক দক্ষিণী ছবি প্রযোজনা করেছেন জেসন জোসেফ। গত ৫ ডিসেম্বর তাঁর দেহ উদ্ধার হয়। একাধিক জনপ্রিয় মলিউড সিনেমা প্রযোজনার পাশাপাশি কেরালা প্রযোজক সমিতির সদস্য এবং একটি বিখ্যাত সিনেমা প্রযোজনা সংস্থার মালিক ছিলেন তিনি। প্রযোজকের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বন্ধ করুন