বাংলা নিউজ > বায়োস্কোপ > Malti Marie: রহস্যভেদ! কেন মেয়ের নাম ‘মালতী ম্যারি’ রেখেছেন প্রিয়াঙ্কা-নিক?

Malti Marie: রহস্যভেদ! কেন মেয়ের নাম ‘মালতী ম্যারি’ রেখেছেন প্রিয়াঙ্কা-নিক?

জুনিয়র চোপড়া-জোনাসের নামের রহস্যভেদ

প্রিয়াঙ্কার দুই মায়ের নাম মিলিয়েই রাখা হয়েছে মেয়ের নাম! হ্যাঁ, মা ও শাশুড়ি মায়ের নামের সঙ্গে অদ্ভূত যোগসূত্র রয়েছে প্রিয়াঙ্কার কন্যা সন্তানের নামের। জেনে নিন সেই কানেকশনের কথা-

জানুয়ারি মাসে মা হওয়ার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছে প্রিয়াঙ্কা ও নিক। তারকা জুটির মেয়ের বয়স সবে তিন মাস, আর বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘প্রিনিক’ জুটির একরত্তির নাম। হলিউডের জনপ্রিয় সংবাদমাধ্যম TMZ রিপোর্ট দাবি করেছে প্রিয়াঙ্কা-নিক তাঁদের মেয়ের নাম রেখেছেন মালতি ম্যারি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas)। এই নাম শুনলেই যে কেউ বলবেন সংস্কৃত ও ল্যাতিন শব্দ হাত ধরাধরি করে রয়েছে এই নামে। তবে এই নামটা কিন্তু খুব স্পেশ্যাল নিক-প্রিয়াঙ্কার কাছে। কারণ প্রিয়াঙ্কার মা ও শাশুড়ি মায়ের নাম জুড়েই একরত্তির নাম। 

তারকা জুটি নিজেদের মা'কে উত্সর্গ করেই মেয়ের নাম রেখেছেন। মালতি এবং ম্যারি এটি প্রিয়াঙ্কার মা ও শাশুড়ির মাঝের নাম। মধু চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও জ্বলজ্বল করে মধু মালতি চোপড়া। অন্যদিকে নিক, কেভিন ও জো জোনাসের মায়ের পুরো নাম ডেনিস ম্যারি জোনাস। 

মাস কয়েক আগেই প্রিয়াঙ্কা মা মধু চোপড়া জানিয়েছিলেন, এখনও নাতনির নাম ঠিক হয়নি। সঙ্গে যোগ করেছিলেন, ‘দিদিমা হওয়ার আনন্দটাই আলাদা। আমি সারাক্ষণ হাসছি,খুব খুশি’। 

গত ২২শে জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন ‘প্রিনিক’ জুটি। তবে সন্তানের লিঙ্গ পর্যন্ত ফাঁস করেননি তাঁরা। যদিও পরবর্তী সময়ে প্রিয়াঙ্কার তুতো বোন মীরা চোপড়া জানান মেয়ের মা হয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর গত ১৫ই জানুয়ারি সান দিয়াগোর এক হাসপাতালে জন্ম হয়েছে প্রিয়াঙ্কা-নিকের সন্তানের। 

দিন কয়েক আগেই লিলি সিং-এর সাথে তাঁর নতুন বই-এর প্রসঙ্গে কথা বলার সময় মেয়ের উল্লেখ করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। মা হওয়ার পর তাঁর চিন্তাভাবনায় কেমন বদল এসছে সে ব্যাপারে কথা বলেন পিগি চপস। প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘একজন নতুন মা হিসেবে আমি যেটা সবসময় ভাবি তা হল আমি কখনও আমার ইচ্ছে, ভয়, আমার বড় হয়ে ওঠা আমার শিশুর মধ্যে আসতে দেব না। আমি এটা সবসময় বিশ্বাস করি বাচ্চারা তোমার মাধ্যমে এই দুনিয়ায় এসেছে, তোমার মধ্যে থেকে নয়। এটা ভাবা কখনও উচিত না যে আমার সন্তান মানে আমি আমার মতো করে ওকে বড় করব। ওরা আপনার মাধ্যমে এলেও নিজের জায়গা তৈরি করতে এসেছে এখানে। এটাকে মেনে নিলেই অনেক সুবিধে হয়ে যায়, আমার মা-বাবাও কখনও জোর করে আমার উপর কিছু চাপিয়ে দিতে চায়নি।’

বায়োস্কোপ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.