বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘কেউ মামা হয়েছে, কেউ কাকু’, বেবি লিম্বোচিয়াকে নিয়ে বাড়ি ফিরলেন ভারতী-হর্ষ

‘কেউ মামা হয়েছে, কেউ কাকু’, বেবি লিম্বোচিয়াকে নিয়ে বাড়ি ফিরলেন ভারতী-হর্ষ

একরত্তিকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতী

প্রথমবার মা হয়েছেন কমেডি কুইন ভারতী সিং। ভারতী এবং হর্ষের কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। একরত্তিকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতী।

প্রথবার মা হয়েছে ভারতী সিং। কমেডি কুইন এবং হর্ষ লিম্বোচিয়ার কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছেন ভারতী। এতদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। একরত্তিকে কোলে করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন হর্ষ। সঙ্গে মাম্মি ভারতীও। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজি লেন্সবন্দি করেন তাঁদের।

এ দিন ভারতীকে পার্পেল রঙের পোশাকে দেখা গিয়েছে। হর্ষের পরনে নীল শার্ট এবং ডেনিম জিনস। হলুদ কাপড়ে ঢাকা একরত্তিকে আগলে হর্ষ। চিত্র-সাংবাদিকদের উদ্দেশ্যে পোজ দিয়ে ছবিও তোলেন তাঁরা। একরত্তির আগমনে খুশি কিনা চিত্র-সাংবাদিকরা সেই প্রশ্নও করেন ভারতী। তারা বলে ওঠেন, ‘কেউ মামা হয়েছে, আবার কেউ কাকু।’

সোমবার নিজেদের ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিয়ো শেয়ার করেছেন দম্পতি। সন্তানের জন্মের দু-দিন আগের থেকে দিনটা কেমন ছিল, ভিডিয়োতে সেই কথাই বলতে শোনা গিয়েছে ভারতীকে।

ভিডিয়ো শেয়ার করে দম্পতি জানিয়েছেন, ‘পৃথিবীর আলো দেখেছে একরত্তি। সুস্থ আছে। অনেকটা স্বপ্নের মতো। আবেগপ্রবণ অভিজ্ঞতা। আমাদের সঙ্গে ঘটে যাওয়া সবথেকে আনন্দের বিষয়। প্রথমবার নিজের সন্তানকে কোলে নেওয়ার অনুভূতি সবথেকে সেরা। অনুগ্রহ করে আমাদের শিশুর প্রতি আপনাদের ভালোবাসা উজাড় করুন, যেভাবে আপনারা আমাদের ভালোবাসেন।’

গত ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন ভারতী। অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ চালিয়ে গিয়েছিলেন। হর্ষর সঙ্গে ‘হুনরবাজ’-ও হোস্ট করছেন। প্রেগন্যান্সি শ্যুট করেও সকলকে চমকে দিয়েছিলেন তিনি। এবার দুই থেকে তিনি হলেন কমেডিয়ান দম্পতি।

 

বন্ধ করুন