আম্বানির ছেলের বিয়ে বলে কথা! কার্যত গোটা বলিউড এদিন এক ছাদের তলায়। জিও ওয়ার্ল্ড সেন্টারে তারকার ঢল। সলমন খান, শাহরুখ খানের দেখা মিলল অনন্ত-রাধিকার বিয়ের জশনে। এদিন শুধু বলিউড নয়, দক্ষিণী তারকারাও পৌঁছেছিলেন অনন্ত-রাধিকাকে বিয়ের শুভেচ্ছা জানাতে। বাদ যাননি হলিউড সেলেবরাও।
আমেরিকান তারকা কিম কার্দাশিয়ান ও তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান হাজির হয়েছিলেন আম্বানির ছেলের বিয়েতে। ব্যক্তিগত বিমানে বৃহস্পতিবার মুম্বই পৌঁছেছিলেন কার্দাশিয়ান বোনেরা। অনন্তের বিয়েতে কেমন সাজবেন কিম? সেইদিকেই নজর ছিল সবার।
লাল শাড়িতে সেক্সি লুকে অনন্ত-রাধিকার দ্যুতি ছড়ালেন কিম কার্দাশিয়ান। তবে যে ছবি দেখে হাঁ হল নেটপাড়া তা হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একফ্রেমে দেখা মিলল কিমের। যদিও পরস্পরের মুখোমুখি হননি দুজনে। ছবিতে কিমের আগে দেখা মিলল বাংলার দিদির। মুখ নীচু করেছিলেন মমতা, ওদিকে কিম সোজাসুজি তাকিয়ে। দুজনে কি পরস্পরকে চেনেন? কোনও কথা হয়েছে দুজনের? তার জবাব অবশ্য মেলেনি।
আম্বানির ছেলের ৫০০০ কোটির বিয়েতেও চেনা সাজেই দেখা মিলল মমতার। সাদা শাড়িতে হাসিমুখে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের গ্র্যান্ড ওয়েডিং-এ হাজির হন দিদি। নিজের রাজনৈতিক কর্মসূচি সেরেই অনন্ত-রাধিকার বিবাহ অনুষ্ঠানে হাজির হন মমতা।
মমতা-কিমের ছবি শেয়ার করে এক নেটিজেন লেখেন, ‘একফ্রেমে মমতাদিদি আর কিম! ২০২৪ সাল নিঃসন্দেহে ওয়াইল্ড’। ওদিকে ভারত সফরে এসেই বৃষ্টিভেজা মুম্বইয়ে অটো-সফরের মজা নিতে দেখা গিয়েছিল কার্দাশিয়ান বোনেদের। জানা যাচ্ছে, কিম ও ক্লোয়ি কিন্তু শুধুই অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দিতেই ভারতে আসেননি, অন্য উদ্দেশ্যও রয়েছে দু'জনের। সূত্রের খবর, অনন্ত-রাধিকার বিয়েতে কার্দাশিয়ান বোনের উপস্থিতি রেকর্ড করা হবে। আমেরিকায় একটি রিয়্যালিটি সিরিজের অংশ হতে চলেছেন তাঁরা, সেখানেই দেখানো হবে এই বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং-এর ঝলক।
কনিষ্ঠ পুত্রের বিয়েতে কোনও খামতি রাখতে নারাজ মুকেশ অম্বানি, সব দায়িত্ব নিজের হাতে সামলেছেন নীতা। বিয়ের জশন এখনই থামছে না। শনিবার নতুন বউয়ের আর্শীবাদ পর্ব চলবে অ্যান্টিলিয়ায়। এরপর রবিবার মঙ্গলোৎসব বা রিসেপশন। সেই অনুষ্ঠানেও হাজির হবেন দেশ-বিদেশের নামী-দামী ব্যক্তিত্বরা।