দুর্গাপুজোয় প্রতিবারই গান আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার ভাইফোঁটা স্পেশাল গান নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। বলা ভালো, বাঙালি ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় চার লাইনের যে মন্ত্র উচ্চারণ করে, সেটাকেই সামান্য রদবদল করে নতুন ভাবে তুলে ধরেছেন রাজ্যবাসীর কাছে। এটাই ‘দিদি’র তরফ থেকে ভাইফোঁটার উপহার।
‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ মঙ্গল দীপে জ্বলুক শিখা’, এই দুই লাইনই তুলে ধরা হয়েছে। তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস শেয়ার করে নিয়েছেন সেই ভিডিয়োটি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী @MamataOfficial -এর নতুন গান।’ জানা যাচ্ছে, গানের কথা ও সুর দুটোই মমতার।
আরও পড়ুন: কার্তিকের ঝড়ে কি হাবুডুবু খাচ্ছে অজয়, নাকি উল্টোটা? ২য় দিনে কত আয় হল ভুল ভুলাইয়া ৩ আর সিংঘম এগেইনের
কালীপুজো উপলক্ষ্যেও নতুন গান লিখেছিলেন তিনি। সেই গানের নাম হল আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে। গানটি যে কেবল মুখ্যমন্ত্রী লিখেছেন সেটাই নয়, তিনি গানটির সুরও দিয়েছেন। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। আর হিসেব করলে মমতার লেখা ও সুর করা গানের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে।
আরও পড়ুন: আমিরের ৩য় বিয়ের জল্পনা! দ্বিতীয় স্ত্রী কিরণের দাবি, ‘ছেলের ব্যাপারে কিছুই আসলে…’
সঙ্গে ২০২৪ সালের দুর্গাপুজোয় প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা 'অঞ্জলি' নামের গানের একটি অ্যালবাম। ১০টি গান বিশিষ্ট এই অ্যালবামে গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, নচিকেতা, ইন্দ্রনীল সেন, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, দেবজ্যোতি বসুরা গান গেয়েছিলেন। আর তারপর পুজোর কার্নিভালে ‘সেরা গান’ হিসেবে বেছে নেওয়া হয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা ‘আমার আড়ালে, আমার আবডালে’।
আরও পড়ুন: মন্নতের ছাদে আসেননি! তাহলে জন্মদিনে কোথায় গিয়ে ঝুমে জো পাঠানে নাচ করলেন শাহরুখ
একবার এক বিজয়া সম্মেলনীতে মমতা স্মৃতিচারণ করে বলেছিলেন, 'জানেন তো আমি তিন বছর গান শিখেছিলাম। তারপর আমার হারমোনিয়াম বিক্রি করে দেওয়া হল। হারমোনিয়ামটা চলে গেল তার সঙ্গে আমার গানটাও চলে গেল। হারমোনিয়াম চলে গেল, আর রেওয়াজটা কী করে থাকবে!' তবে সেইসময় গান গওয়া না হলেও, সংগীতের প্রতি টান বোঝা যায়, যখনই সুযোগ আসে গুনগুনিয়ে ওঠেন দু চার কলি। আর তা শুনতে বেশ পছন্দও করেন সকলে।