ছ’দিনের সফরে ব্রিটেন পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিথরো বিমানবন্দরে পা রাখলেন রবিবার দুপুরে। এদিকে মমতার বিমান সফরের একটি ছবি ভাইরাল সোশ্যালে। যেখানে তাঁর সামনে দেখা গেল একটি ইয়াব্বড় কাস্টমাইজড কেক, আর পাশে স্ক্রিনে চলছে একটি বলিউড সিনেমা। জানেন বিমানে বসে কোন ছবি দেখলেন মুখ্যমন্ত্রী?
সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক। এরপর বৃহস্পতিবার সামাজিক উন্নয়ন নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। তারপর লন্ডন থেকে দুবাই হয়ে, ফিরবেন তিলোত্তমায়।
আরও পড়ুন: ফাইনালের আগে ইন্ডিয়ান আইডল থেকে বাদ গেলেন বাঙালি মিশমি, শ্রেয়া-বিশাল-বাদশাদের কী লিখলেন ইনস্টায়?
তবে ফ্লাইটে মুখ্যমন্ত্রীকে পাওয়া গেল বেশ রিল্যাক্স মুডে। বলা বাহুল্য, প্লেনেও সেই ট্রেডমার্ক বাংলার সুতির শাড়ি পরে উঠেছিলেন তিনি। সঙ্গে স্কাই রঙের হাতকাটা কোর্ট। মমতাকে স্বাগত জানাতে একটি কেকের ব্যবস্থা করা হয়েছিল। যাতে ফুটে উঠেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর সঙ্গে লেখা ‘বন ভয়াজ’।
আরও পড়ুন: বন্ধুর প্রাক্তনকে বিয়ে নিয়ে বিতর্ক, শুভ্রজিতের জন্মদিনে কী বার্তা প্রিয়াঙ্কার
বন ভয়াজ (Bon Voyage) একটি ফরাসি শব্দ যা যাত্রা শুরুর আগে শুভকামনা জানানোর জন্য ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ হলো ‘শুভ যাত্রা’ বা ‘সফল যাত্রা’। আর সেই ছবিতেই পাশের স্ক্রিনে চলতে দেখা গেল একটি বলিউড সিনেমা। যা ২০২৩ সালে বক্স অফিসে পেয়েছিল আকাশচুম্বী সাফল্য।
বিমানযাত্রার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ‘টুয়েলফথ ফেল’ সিনেমাটি দেখতে। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেন বিক্রান্ত মাসে, মেধা শঙ্কর। ২০ কোটি বাজেটে তৈরি সিনেমাটি ৭০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। যা আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। কীভাবে একদম নিম্নবিত্ত পরিবার থেকে এসে, কঠিন পরিশ্রমের মাধ্যমে পৌঁছেছিল সাফল্যের চূড়ায়। এমনকী, ছাত্রাবস্থায় চিটিং করতে না পারার কারণে, ক্লাস টুয়েলভে ফেলও করেন। তবে এরপরই বদলে যায় জীবন। মনোজ কুমার শর্মার জীবনের লড়াই রুপোলি পর্দায় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। দেখা গেল, এই সিনেমাটিকেই মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন বিনোদনের জন্য।