৯০ দশকের হোক বা বর্তমান যুগ, বলিউড হোক অথবা টলিউড, যে মানুষটার সম্মানে প্রত্যেকের মাথা নিচু করেন তিনি হলেন অমিতাভ বচ্চন। এই মানুষটাই শিখিয়েছেন, শারীরিক বা মানসিক কোনও কষ্টই স্বপ্ন পূরণ করতে বাধা সৃষ্টি করতে পারে না। ৮৩ বছর বয়সেও একই ভাবে কাজের ক্ষেত্রে অবিচল বিগ বি।
শনিবার অর্থাৎ ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের ৮৩ তম জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলি স্মৃতি রোমন্থন করে এক্স হ্যান্ডেলে অমিতাভের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘সুস্থ থাকুন। আনন্দে ভরে উঠুক আপনার জীবন।’
রাজনৈতিক প্রেক্ষাপটের স্মৃতিতে ডুব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘১৯৮৪ সালে প্রথমবার সংসদের সদস্য হয়েছিলাম আমরা দুজন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার ও জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা আপ্লূত হয়েছিলাম। আমাদের উৎসবের পরিবারের অংশ আপনারা।’
তবে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, অমিতাভ বচ্চনের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা লেখেন, ‘শুভ জন্মদিন অমিত জি। প্রত্যেকটা মানুষের কাছে আপনি একজন আইকন। আপনার সুস্থতা কামনা করি।’ এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কিছুদিন আগেই ‘দেবী চৌধুরানী’ ছবি মুক্তির আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন অমিতাভ।
বিগ বি-কে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সোহম চক্রবর্তীও। পুরনো একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আপনি শুধু হিন্দি চলচ্চিত্র নয়, গোটা ভারতীয় চলচ্চিত্রের আইকন। আপনার সুস্থতার জন্য কামনা করি ঈশ্বরের কাছে।’ বলিউড অভিনেতাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনিও অমিতাভের সুস্থতা কামনা করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
প্রসঙ্গত, কলকাতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক বহু বছরের। একটা সময় কলকাতায় চাকরি করতেন তিনি। পরবর্তীকালে রেডিওতে কাজ করার চেষ্টা করলেও ভারী কণ্ঠস্বর হওয়ায় তিনি অডিশনে ব্যর্থ হন। এরপর পরিচালক মৃণাল সেনের ‘ভুবন সোমে’ ছবিতে অমিতাভের আওয়াজকে ব্যবহার করেন পরিচালক। এরপর থেকেই শুরু হয় অভিনয় জগতের যাত্রা।
যদিও সাফল্য একেবারে আসেনি, ভারী কণ্ঠস্বর এবং দীর্ঘ উচ্চতা হওয়ার কারণে বহুবার বিফলতার সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু পরিশ্রমই শেষ কথা বলে, এই শিক্ষায় শিক্ষিত অমিতাভ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন চেষ্টা থাকলে একদিন সাফল্য আসবেই।